পুজোর সময় অনেকেই সোনার গয়না কিনতে ভালবাসেন। তবে পুজোয় অন্যান্য খাতে যেহেতু বেশি টাকা খরচ হয়ে যায়, গয়নার জন্য খুব বেশি টাকা বরাদ্দ করা হয় না। তার মধ্যে এখন ১ গ্রাম ২২ ক্যারোট সোনার দাম প্রায় ৫৯ হাজারের কাছাকাছি। তবে সামান্য কিছু বাজেটে এ বার ট্রেন্ডিং কিছু গয়নার কালেকশন নিয়ে এসেছে কালিয়াগঞ্জ এর বিশিষ্ট এক স্বর্ণ প্রতিষ্ঠান।
advertisement
স্বর্ণ প্রতিষ্ঠানের ম্যানেজার পার্থ সাহা জানান সামান্য বাজেটে এবার নিত্য নতুন কিছু ডিজাইনার গয়না বেশ ট্রেন্ড্রিং চলছে। যার মধ্যে রয়েছে ক্রিস্টাল নেকপিস। যা যে কোন শাড়ির সঙ্গে খুব সুন্দর একটা লুক দেবে। এগুলোর দাম মাত্র ৭০০০ থেকে ১৫ হাজার টাকার মধ্যে।
এছাড়াও এ বার ফ্যাশনে রয়েছে বিভিন্ন ধরনের পলার গয়নার ডিজাইন।
সোনা বাঁধানো পলার নেকলেস, কানের দুল, পলার আংটি কম বাজেটের মধ্যে বেশি হিট সাধারণ মানুষের কাছে। এই পলার আংটি কিংবা কানের শুরু হচ্ছে মাত্র দু’হাজার টাকা থেকে।
আরও পড়ুন: প্রথা মেনে পুজো হয় ৪০০ বছর ধরে, জেনে নিন বন্ধ হয়ে যাওয়া জমিদার আমলের পুজোর ইতিহাস
আরও পড়ুন: মাঠে গরু বাঁধতে গিয়ে একী ঘটল! দিনের আলোয় ধেয়ে এল দানব! ভয়াবহ
এ ছাড়াও যাদের বাজেট ১২ থেকে ১৫ হাজার টাকা, তাঁদের জন্য রয়েছে খুব সুন্দর বিভিন্ন ডিজাইনের লকেট। পুজোতে এই লকেটগুলি জিন্স কিংবা যে কোনও ড্রেসের সঙ্গে বেশ মানানসই লুক দেবে।
এ ছাড়াও শোরুমগুলি পুজোর মধ্যে দিচ্ছে প্রতিটি গয়নার উপর ২০% কেউ বা আবার ২৫% ডিসকাউন্ট। তাই পুজোর মধ্যেই মন পছন্দের বিভিন্ন ডিজাইনের গয়না কিনতে শোরুমগুলিতে ইতিমধ্যে ভিড় জমেছে ক্রেতাদের।
পিয়া গুপ্তা