Durga Puja 2023: প্রথা মেনে পুজো হয় ৪০০ বছর ধরে, জেনে নিন বন্ধ হয়ে যাওয়া জমিদার আমলের পুজোর ইতিহাস
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:PIYA GUPTA
Last Updated:
Durga Puja 2023: ৪০০ বছরের পুরোনো কালিয়াগঞ্জের থানা পাড়া মন্দিরের দুর্গা পুজো। বন্ধ হয়ে যাওয়া জমিদার আমলের এই পুজো পাড়ার সকলে মিলে আবার সূচনা করে।
উত্তর দিনাজপুর: ৪০০ বছরের পুরনো কালিয়াগঞ্জের থানা পাড়া মন্দিরের দুর্গা পুজো। বন্ধ হয়ে যাওয়া জমিদার আমলের এই পুজো পাড়ার সকলে মিলে আবার সূচনা করে। জানা যায়, থানা পাড়ার চার শতাধিক বেশি প্রাচীন এই মন্দির তৈরি করেছিলেন চিত্তরঞ্জন দাসের পূর্বপুরুষেরা।
চুন সুরকি দিয়ে তৈরি মন্দিরের দেওয়ালে প্রাচীন খোদাই করা কিছু লিপির ভাষা আজও উদ্ধার করা সম্ভব হয়নি। তবে মন্দিরের গায়ে সেই রহস্যময় লিপি দেখে সেই মন্দিরটি কত পুরনো তা আনুমানিক ধারণা করা যায়। মাকে চণ্ডী রূপেই পুজো করে আসছে এই এলাকার সাধারণ মানুষ। একটা সময় দূরদূরান্ত থেকে গরুর গাড়ি করে এই পুজো দেখতে বহু মানুষ এখানে ছুটে আসত।
advertisement
advertisement
সময়ের পাট পরিবর্তনে যদিও আজ সবই অতীত। পুরনো সেই চুন সুরকীর তৈরি চার চালার মন্দিরের গাঁ ঘেঁষে বর্তমানে গজিয়ে ওঠা পাকুড় গাছের শিকড়, প্রাচীর ফাটিয়ে মন্দিরটিকে জরাজীর্ণ অবস্থায় রেখে দিয়েছে। ২০১৬ সাল থেকে দেবী দূর্গার পুজো পুনরায় ঢাক ঢোল বাজিয়ে ধুমধামের সঙ্গে শুরু করেন কালিয়াগঞ্জের থানা পাড়ার বাসিন্দারা।
advertisement
এই পুজো চিত্তরঞ্জন দাসের পূর্বপুরুষদের পুজো হলেও এখন বারোয়ারি পুজোয় পরিণত হয়েছে। তাই এবারের দূর্গা পুজোয় কোনও খামতি রাখতে চান না থানা পড়ার বাসিন্দারা। তাই চলছে জোরকদমে প্রস্তুতি, বলে জানান দাস পরিবারের বংশধর চিত্তরঞ্জন দাস।
পিয়া গুপ্তা
Location :
Kolkata,West Bengal
First Published :
October 17, 2023 8:39 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Durga Puja 2023: প্রথা মেনে পুজো হয় ৪০০ বছর ধরে, জেনে নিন বন্ধ হয়ে যাওয়া জমিদার আমলের পুজোর ইতিহাস