Subhashree Ganguly Baby Shower: অন্তঃসত্ত্বা শুভশ্রীকে ঘটা করে 'সাধ' খাওয়ালেন মিঠুন, চোখে জল অভিনেত্রীর, কারণটা কী?

Last Updated:
Subhashree Ganguly Baby Shower: ডান্স বাংলা ডান্সের মঞ্চে ঘটা করে সাধের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল শুভশ্রীর৷
1/5
দ্বিতীয়বার মা হতে চলেছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়৷  প্রতি মুহূর্তেই খবরের শিরোনামে রয়েছেন টলি নায়িকা৷ আর কিছুদিনের মধ্যেই পরিবারে আসতে চলেছে দ্বিতীয় সন্তান৷ অভিনেত্রীর প্রতিটা আপডেট জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷
দ্বিতীয়বার মা হতে চলেছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়৷ প্রতি মুহূর্তেই খবরের শিরোনামে রয়েছেন টলি নায়িকা৷ আর কিছুদিনের মধ্যেই পরিবারে আসতে চলেছে দ্বিতীয় সন্তান৷ অভিনেত্রীর প্রতিটা আপডেট জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷
advertisement
2/5
মাসখানেক আগেই ঘরোায়াভাবে পরিবারের সঙ্গে পাঁচ মাসের সাধ খেয়েছিলেন শুভশ্রী৷ এবার অন্য পরিবারের সাধ দিলেন টলিপাড়ার হবু মা-কে৷ ডান্স বাংলা ডান্সের মঞ্চে ঘটা করে সাধের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল শুভশ্রীর৷
মাসখানেক আগেই ঘরোায়াভাবে পরিবারের সঙ্গে পাঁচ মাসের সাধ খেয়েছিলেন শুভশ্রী৷ এবার অন্য পরিবারের সাধ দিলেন টলিপাড়ার হবু মা-কে৷ ডান্স বাংলা ডান্সের মঞ্চে ঘটা করে সাধের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল শুভশ্রীর৷
advertisement
3/5
সম্প্রতি জি বাংলার পক্ষ থেকে শুভশ্রীর সাধের অনুষ্ঠানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে,যা নিমেষে ভাইরাল হয়েছে৷ কাঁসার থালা-বাটিতে পঞ্চব্যঞ্জন সাজিয়ে শুভশ্রীকে সাধ দেন ডান্স বাংলা ডান্স পরিবারের সকলে মিলে৷ অঙ্কুশ, শ্রাবন্তী, আবীর, মিঠুন সকলের সামিল হন 'শুভ'-র সাধের অনুষ্ঠানে৷
সম্প্রতি জি বাংলার পক্ষ থেকে শুভশ্রীর সাধের অনুষ্ঠানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে,যা নিমেষে ভাইরাল হয়েছে৷ কাঁসার থালা-বাটিতে পঞ্চব্যঞ্জন সাজিয়ে শুভশ্রীকে সাধ দেন ডান্স বাংলা ডান্স পরিবারের সকলে মিলে৷ অঙ্কুশ, শ্রাবন্তী, আবীর, মিঠুন সকলের সামিল হন 'শুভ'-র সাধের অনুষ্ঠানে৷
advertisement
4/5
মঞ্চের মাঝখানে শুভশ্রীকে বসিয়ে সাধ দেওয়া হয়৷ নিজের হাতে কপালে চন্দনের ফোঁটা দিয়ে আশীর্বাদ করেন মিঠুন চক্রবর্তী৷  মিঠুনের থেকে এই ভালবাসা পেয়ে রীতিমতো আপ্লুত অভিনেত্রী৷
মঞ্চের মাঝখানে শুভশ্রীকে বসিয়ে সাধ দেওয়া হয়৷ নিজের হাতে কপালে চন্দনের ফোঁটা দিয়ে আশীর্বাদ করেন মিঠুন চক্রবর্তী৷ মিঠুনের থেকে এই ভালবাসা পেয়ে রীতিমতো আপ্লুত অভিনেত্রী৷
advertisement
5/5
নিজের পরিবারের বাইরে এই পরিবারের থেকে এমন সারপ্রাইজ পেয়ে চোখে জল চলে আসে অভিনেত্রী৷ শুভশ্রী বলেন, এটা খুব খুব স্পেশ্যাল৷ আমার চোখে জল চলে আসছে৷ আমরা নিজেদের পরিবার বলে থাকি৷ আজরে  তা আবার প্রমাণ হয়ে গেল৷ আমরা সত্যিই একটা পরিবার৷ মুহূর্তে ভাইরাল হয়েছে এই ভিডিও৷
নিজের পরিবারের বাইরে এই পরিবারের থেকে এমন সারপ্রাইজ পেয়ে চোখে জল চলে আসে অভিনেত্রী৷ শুভশ্রী বলেন, এটা খুব খুব স্পেশ্যাল৷ আমার চোখে জল চলে আসছে৷ আমরা নিজেদের পরিবার বলে থাকি৷ আজরে তা আবার প্রমাণ হয়ে গেল৷ আমরা সত্যিই একটা পরিবার৷ মুহূর্তে ভাইরাল হয়েছে এই ভিডিও৷
advertisement
advertisement
advertisement