আরও পড়ুন: বেহাল ফেরিঘাট দিয়ে ঝুঁকির নৌ পারাপার, হেলদোল নেই প্রশাসনের
উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ঐকতান ক্লাবের দুর্গাপুজো মণ্ডপ এবার আস্ত একটি স্টেশনের ধাঁচে সেজে উঠছে। উল্লেখ্য রেল মন্ত্রকের অমৃত ভারত স্টেশন প্রকল্পের তালিকায় জায়গা পেয়েছে কালিয়াগঞ্জ স্টেশন। খুব শীঘ্রই এই স্টেশনের খোলনলচে বদলে ফেলার কাজ শুরু হয়ে যাবে। কাজ শেষে কালিয়াগঞ্জ স্টেশনকে দেখতে কেমন হবে সেটাই ঐক্যতান ক্লাবের দুর্গাপুজোয় ফুটে উঠবে।
advertisement
এই পুজো কমিটির কর্ণধার সন্তু দে দাস জানান, এবার তাঁদের পুজো ৫৫ তম বর্ষে পদার্পণ করতে চলছে। এবারের পুজোর মোট বাজেট ৫ লক্ষ টাকা। প্রতিবছরই ঐক্যতান ক্লাব মানুষকে নতুন কিছু উপহার দিয়ে থাকে। এর আগে তাঁরা এপিজে আব্দুল কালামের জীবনী, জলদাপাড়া অভয়ারণ্য থিম করে দর্শকদের নজর কেড়েছিল। এবার তাঁদের থিম অমৃত ভারত প্রকল্পের মাধ্যমে তৈরি হওয়া কালিয়াগঞ্জ স্টেশন।
পিয়া গুপ্তা