আরও পড়ুন: ২০-২৫-৩০ নাকি ৩৫? মা হওয়ার সঠিক বয়স কত? না জানলে বড় সমস্যা হতে পারে
পুজোর সময় অনলাইন কিংবা অফলাইনে জিনিস কেনার সময় কোন বিষয়গুলো মেনে চলবে তা এবার পালাগানের মাধ্যমে বুঝিয়ে দিল উত্তর দিনাজপুর জেলা উপভোক্তা দফতর। মাঙ্গলিক মুখা দলের কর্ণধার অভিজিৎ চৌধুরী বলেন উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন শহরের ক্রেতাদের সচেতন করতে এই মুখা পালার আয়োজন করেছে জেলা উপভোক্তা দফতর।
advertisement
আপনার বাড়ির ব্যবহৃত জিনিস কোন দোকান থেকে ক্রয় করলে অবশ্যই সেই দ্রব্যের ক্যাশমেমো নিতে ভুলবেন না। কেন্দ্রীয় সরকার থেকে যে সমস্ত মার্ক নির্ধারিত করা হয়েছে দ্রব্য ক্রয় করতে গেলে অবশ্যই সেই মার্ক দেখে কিনবেন। না হলে পয়সা দিয়েও ভেজাল জিনিস আনতে হবে। সেই কারণেই কোন দ্রব্য ক্রয় করবার পূর্বে প্রথমেই দ্রব্যটি সঠিক কিনা সেটা যাচাই করতে হবে।এদিন কালিয়াগঞ্জ শহরে মুখা পালার মাধ্যমে উপভোক্তা সচেতন শিবিরের মুখা পালা দেখতে বহু মানুষের জনসমাগম ঘটে রাস্তায় ।
পিয়া গুপ্তা