ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়া লাল আগরওয়াল বলেন ইসলামপুর শহরের মোট তিনটি রাস্তা কে বেছে নেওয়া হয়েছে একটি নিউটাউন রোড সার্কেল ,অপরটি স্টেশন রোড, ও সোনামতি রোডের সৌন্দর্যায়ন বৃদ্ধি করা হবে । বিভিন্ন জায়গায় ছোট ছোট পার্ক নির্মাণ করা হবে। শহর জুড়ে এবার বসবে এলইডি লাইট।
আরও পড়ুন: রসালো মিষ্টিতে ভরা ট্রে! দোকানে চুরি করতে এসে মিষ্টি দেখে অবাক কাণ্ড চোরেদের!
advertisement
এ ছাড়াও শহরের উপকণ্ঠে বসতে চলছে ডিভাইডারের মাঝখান দিয়ে উচ্চ বাতিস্তম্ভে ঝলমলে উজ্জ্বল আলো। যার কাজ ইতিমধ্যে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়ে গিয়েছে। সূত্রের খবর এই কাজ পুজোর আগেই শেষ হয়ে যাবে।পুজোর মধ্যেই ঝলমলে আলোয় ইসলামপুর শহরকে দেখতে পাবে শহরবাসী।
স্থানীয় বাসিন্দা মকসুদআলম বলেন পৌরসভা এর আগেও অনেক কাজ করেছে ।- তার মধ্যে গ্রীন সিটির আওতায় যে শহর জুড়ে লাইভ বসানোর কাজ চলছে তাতে সাধারণ মানুষ ও আমরা অনেক উপকৃত হব।
পুজোর আগেই শহরের সৌন্দর্য্যয়নে খুশি ইসলামপুরবাসি।
পিয়া গুপ্তা