Viral News: রসালো মিষ্টিতে ভরা ট্রে! দোকানে চুরি করতে এসে মিষ্টি দেখে অবাক কাণ্ড চোরেদের!
- Reported by:ANNANYA DEY
- hyperlocal
- Published by:Piya Banerjee
Last Updated:
Viral News: চুরি করতে এসে একী করল চোরের দল? অবাক গোটা এলাকা!
আলিপুরদুয়ার: চুরি করতে এসে মিষ্টি খেয়ে পালাল চোর। এই অবাক কাণ্ড দেখে চোখ কপালে মাদারিহাটবাসীর। বাসন,আসবাবপত্র, টাকাপয়সা কিছুই নিল না চোর।শু ধু মিষ্টির উপরেই নজর ছিল কি চোরের?প্রশ্ন তুলছেন এলাকারবাসীরা।জানা যায়,চোর মিষ্টির দোকানের দরজা ভেঙে মিষ্টি চুরি করে পালিয়েছে।অনুমান রবিবার গভীর রাতেই এই ঘটনা ঘটেছে।
স্থানীয় মিষ্টি ব্যবসায়ী অলক সাহা সোমবার সকালে দোকানের দরজা খুলে দেখেন একটাও মিষ্টি নেই দোকানে। এমনকি মিষ্টি রাখার ট্রে গুলিও নেই।তিনি জানান,দরজা ভাঙা দেখে সন্দেহ হয়েছিল তার।তারপর দোকানে একটি মিষ্টিও না দেখে তার চোখ কপালে ওঠে।
advertisement
তবে এবিষয়ে অলক সাহা আরও জানান, “দোকান ঘরের আসবাবগুলি লন্ডভন্ড অবস্থায় পড়ে থাকতে দেখেছি। মনে হয় ওগুলো নিয়ে যেতে চেয়েছিল।কিন্তু কিছুই না পেয়ে শেষে মিষ্টি নিয়ে পালিয়েছে।”মাদারিহাট এলাকায় আরও পাঁচটি মিষ্টির দোকানে ঢুকেছিল চোরেরা বলে জানা যায়।সেইসব দোকানের কিছু আসবাবপত্র নিয়েছে চোরের দল।এই বিষয়ে মাদারিহাট থানায় অভিযোগ করেছেন ব্যবসায়ীরা।
advertisement
Annanya Dey
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 28, 2023 4:25 PM IST









