TRENDING:

Bangla News: লোন দেওয়ার নামে আসছে ফোন! ফাঁকা হচ্ছে অ্যাকাউন্ট! কীভাবে বাঁচবেন? জানুন

Last Updated:

Bangla News: বর্তমানে প্রতিনিয়ত লোন নেওয়ার জন্য বিভিন্ন রকম সংস্থার নাম করে ভুয়ো ফোন আসে! সাবধান

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর দিনাজপুর: আপনার কী টাকার প্রয়োজন ? কোনও রকম লোন নেওয়ার চিন্তায় আছেন ? সাবধান হয়ে যান লোন নিতে গিয়ে সর্বস্ব হারিয়ে ফেলতে পারেন। ক্রেতা সুরক্ষা দফতরের অন্যতম সদস্য ড: চিন্ময় দেবগুপ্ত জানান যে, লোন দেওয়ার নামে আঙুলের ছাপ ও বায়োমেট্রিক মেশিন ব্যবহার করে অ্যাকাউন্ট থেকে নিমেষেই সমস্ত টাকা চলে যেতে পারে। বর্তমানে প্রতিনিয়ত লোন নেওয়ার জন্য বিভিন্ন রকম সংস্থার নাম করে ভুয়ো ফোন আসে। অনেকেই আবার ব্যাঙ্কের ম্যানেজার সেজে বাড়িতে এসে লোন পাইয়ে দেবার নামে আঙুলের ছাপ ও আধার কার্ড ও নিয়ে যাচ্ছে এক্ষেত্রে এই সমস্ত প্রতারক দের বিশ্বাস করলেই ঠকতে পারেন।
advertisement

লোন দেওয়া তো দূরের আপনার মূল্যবান ডকুমেন্ট দিলেই নিমেষেই অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যেতে পারে সমস্ত টাকা। উল্লেখ্য বেশ কিছুদিন আগেরায়গঞ্জ ও ইটাহার ব্লকের একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকায় সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়েএক ব্যক্তি কয়েকজন মহিলাদের নিয়ে গোষ্ঠী গড়ে লোন দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাদের আধার, প্যান, ভোটার কার্ড সহ ব্যাঙ্ক পাশবই এর প্রতিলিপি নেয় ও মহিলাদের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেয় বলে অভিযোগ জানিয়ে ছিলেন গ্রামবাসীরা।

advertisement

আরও পড়ুন: হঠাৎ বিয়ে করে নিলেন পরমব্রত! কবে বিয়ে করছেন রুদ্রনীল? সানাই বাজল বলে! জানুন

তার কয়েক দিন পর থেকে ওই মহিলাদের অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হতে শুরু করে। এই ঘটনায় রায়গঞ্জ সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অনেকেই। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।তবে লোন নেওয়ার প্রয়োজন হলে অবশ্যই ব্যাঙ্কে সরাসরি যান। বাড়িতে আসা এই ধরনের অচেনা ব্যক্তি কে কখনোই লোনের জন্য নিজের ব্যক্তিগত নথি হাতে তুলে দেবেন না নইলে ঘটতে পারে মহা বিপদ।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
মিনি ফুটবল টুর্নামেন্টে বড়সড় পুরস্কার! চার চাকা গাড়ি, বুলেট বাইক কী নেই..!
আরও দেখুন

পিয়া গুপ্তা

বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Bangla News: লোন দেওয়ার নামে আসছে ফোন! ফাঁকা হচ্ছে অ্যাকাউন্ট! কীভাবে বাঁচবেন? জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল