লোন দেওয়া তো দূরের আপনার মূল্যবান ডকুমেন্ট দিলেই নিমেষেই অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যেতে পারে সমস্ত টাকা। উল্লেখ্য বেশ কিছুদিন আগেরায়গঞ্জ ও ইটাহার ব্লকের একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকায় সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়েএক ব্যক্তি কয়েকজন মহিলাদের নিয়ে গোষ্ঠী গড়ে লোন দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাদের আধার, প্যান, ভোটার কার্ড সহ ব্যাঙ্ক পাশবই এর প্রতিলিপি নেয় ও মহিলাদের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেয় বলে অভিযোগ জানিয়ে ছিলেন গ্রামবাসীরা।
advertisement
আরও পড়ুন: হঠাৎ বিয়ে করে নিলেন পরমব্রত! কবে বিয়ে করছেন রুদ্রনীল? সানাই বাজল বলে! জানুন
তার কয়েক দিন পর থেকে ওই মহিলাদের অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হতে শুরু করে। এই ঘটনায় রায়গঞ্জ সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অনেকেই। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।তবে লোন নেওয়ার প্রয়োজন হলে অবশ্যই ব্যাঙ্কে সরাসরি যান। বাড়িতে আসা এই ধরনের অচেনা ব্যক্তি কে কখনোই লোনের জন্য নিজের ব্যক্তিগত নথি হাতে তুলে দেবেন না নইলে ঘটতে পারে মহা বিপদ।
পিয়া গুপ্তা