এ বারে এই চন্দ্রয়ান অভিযানের অন্যতম অংশীদার ছিলেন উত্তর দিনাজপুরের ভূমিপুত্র ইসলামপুরের অনুজ নন্দী। চন্দ্রযান-৩ ক্যামেরার ডিজাইন করছেন অনুজ নন্দী। অনুজের বিশেষ ইনফ্রায়েড ক্যামেরা পাড়ি দিয়েছে চন্দ্রযান-৩ অভিযানে। জানা যায়, অনুজ উত্তর দিনাজপুরের ইসলামপুরের আশ্রম পাড়ার বাসিন্দা। অনুজের এই সাফল্যে খুশি অনুজের পরিবারের লোকজন পাশাপাশি গোটা শহর। ছোট থেকেই বিজ্ঞানী হতে চেয়েছিল অনুজ।
advertisement
আরও পড়ুনঃ দার্জিলিং-কালিম্পং যাওয়ার টিকিট কেটেছেন? কতটা দুর্ভোগ কপালে? রইল ৫ দিনের আবহাওয়ার আপডেট
দার্জিলিং খবর | Darjeeling News
বেঙ্গালুরুর ইসরোতে গত ৮ বছর ধরে কাজ করছেন এই বাঙালি বিজ্ঞানী। ইসলামপুর হাই স্কুলের পড়াশুনোর পর রায়গঞ্জ কলেজে বিজ্ঞান নিয়ে স্নাতক হন অনুজ। এ দিন অনুজের এই সাফল্যে চোখের কোণে জল চলে আসে কৃতি বিজ্ঞানীর মা সোমা দেবীর। সোমা নন্দী জানান, একমাস আগেই ইসলামপুরের বাড়িতে এসেছিলেন অনুজ। বেঙ্গালুরু থেকে ফোন করে সবটা জানিয়েছে। আমরা এখানে বসেই মোবাইল ফোনে চন্দ্রযান অভিযানের দৃশ্যের সাক্ষী থাকলাম।
জানা গিয়েছে, এই চন্দ্রযান-৩ মাত্র ১৭ মিনিটে পৃথিবীর কক্ষপথে পৌঁছানোর কথা। তবে চাঁদে পৌছাতে বেশ খানিকটা সময় লাগবে ইসরোর তৈরি চন্দ্রযানের। বিজ্ঞানীদের অংক বলছে ২৩ বা ২৪ অগাস্ট উপগ্রহের মাটি ছবি চন্দ্রযান-৩। আর চাঁদ অভিযানে ভারতের এই সাফল্যে নিঃসন্দেহে আন্তর্জাতিক মহাকাশ গবেষণার জগতে বিশাল কীর্তি।
পিয়া গুপ্তা