পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, দক্ষিনাল গ্রামের বাসিন্দা দেবিকা বর্মনের চার বছর আগে পার্শ্ববর্তী বেতোর গ্রামের বাসিন্দা অমিত বর্মনের বিয়ে হয়। দেবিকা স্বামী সন্তানকে নিয়ে বাবার বাড়ি দক্ষিনালে রথ উৎসবে আসেন কিছুদিনের জন্য। তবে এদিন সকাল থেকে দেবিকা বাড়ির সকলের সঙ্গে স্বাভাবিক ভাবে মেলামেশা করে। তারপর দেবিকা নিজের ঘরে যায় এর কিছু ক্ষণ পরে তার বাবা মন্টু বর্মন ঘরে গিয়ে দেখে মেয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে।
advertisement
আরও পড়ুন ঃ ৮০ থেকে ১০০ টাকা! জমজমাট রথের মেলায় গরমাগরম জিলিপি আর মুচমুচে পাঁপড়ের দাম শুনলে চমকে যাবেন
ঘটনার খবর চাউর হতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এলাকার বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আছে। খবর দেওয়া হয় ইটাহার থানার পুলিশকে। পুলিশ দেহ উদ্ধার করে ইটাহার গ্রামীণ হাসপাতালে আনলে চিকিৎসক দেবিকা বর্মন নামে ওই গৃহবধূকে মৃত বলে ঘোষণা করে।
পিয়া গুপ্তা