ভূপেন রায় জানান, আর্থিক অনটনের জন্য ছোটবেলায় পড়াশোনা ছেড়ে কৃষিকাজে নেমে পড়তে হয়েছিল। পড়াশোনার ফাঁকেই যেটুকু আঁকা শিখেছিলেন সেইটুকু শিক্ষাকে কাজে লাগিয়ে বৃদ্ধ বয়সে নিজের শখ পুরণে কংক্রিটের দুর্গা মূর্তি বানাচ্ছেন ভূপেন রায়।
আরও পড়ুন: আমার স্বামী বেঁচে আছে কি? সিকিমে কাজে গিয়ে নিখোঁজ বিকাশ! কান্নায় ভেঙে পড়েছেন স্ত্রী
advertisement
ভূপেন বাবু জানান, নিজের বার্ধক্য ভাতার টাকা জমিয়ে ধীরে ধীরে তিনি সিমেন্ট ও বালি কিনেন। তারপর সেই সিমেন্ট ও বালি দিয়ে প্রতিমা তৈরির কাজ শুরু করেছেন ভূপেন বাবু। যদিও এখনও সম্পূর্ণ হয়নি সিমেন্টের দুর্গার কাজ। তবে যাঁরাই দেখছেন এই সিমেন্টের দুর্গা, বেশ অবাক হয়ে যাচ্ছেন।
ভূপেন বাবু জানান, এবার তাঁর তৈরি সিমেন্টের দুর্গা দিয়েই তিনি মায়ের পুজো করবেন। তাই জোর কদমে দিন রাত খেটে গড়ে তুলছেন মা মৃন্ময়ীর কংক্রিটের প্রতিমা ।
পিয়া গুপ্তা