Sikkim Flash Flood: আমার স্বামী বেঁচে আছে কি? সিকিমে কাজে গিয়ে নিখোঁজ বিকাশ! কান্নায় ভেঙে পড়েছেন স্ত্রী
- Published by:Teesta Barman
- hyperlocal
- Reported by:ANNANYA DEY
Last Updated:
Sikkim Flash Flood: সিকিমে কাজে গিয়ে নিখোঁজ ভুটান সীমান্তবর্তী জয়গাঁর থাপা টোল এলাকার বাসিন্দা বিকাশ ছেত্রী। সিকিমে বিপর্যয়ের পর তাঁর আর কোনও খোঁজ মিলছে না।
আলিপুরদুয়ার: সিকিমে কাজে গিয়ে নিখোঁজ ভুটান সীমান্তবর্তী জয়গাঁর থাপা টোল এলাকার বাসিন্দা বিকাশ ছেত্রী। সিকিমে বিপর্যয়ের পর তাঁর আর কোনও খোঁজ মিলছে না। চিন্তায় রাতে ঘুম উড়েছে তাঁর পরিবারের সদস্যদের। দিনরাত কেঁদে চলেছেন স্ত্রী সীতা ছেত্রী।
পরিবারের তরফে জানা গিয়েছে, এক বেসরকারি কোম্পানির অধীনে গাড়ি চালকের কাজ করেন বিকাশ ছেত্রী। তবে গত বুধবার থেকে তাঁর সঙ্গে কোনও যোগাযোগ করা যাচ্ছে না। এর ফলে দুশ্চিন্তায় রাতের ঘুম উড়েছে পরিবারের সদস্যদের। এদিকে কোথায় যেতে হবে তা বুঝে উঠতে পারছে না বিকাশ ছেত্রীর স্ত্রী।
advertisement
advertisement
সরকারি হেল্প লাইন নম্বরে ফোন করেছিলেন কিন্তু স্বামীর খোঁজ পাননি তিনি সেখানেও। বিকাশ ছেত্রীর স্ত্রী সীতা ছেত্রী বলেন, ”গত মঙ্গলবার শিলিগুড়ি থেকে পণ্যবাহী ট্রাক নিয়ে সিকিমে গিয়েছিল। রাতে সেখানেই ছিল বিকাশ। সেই রাতেই শেষ আমার সঙ্গে কথা হয়েছে। এরপর আর যোগাযোগ করা যাচ্ছে না। আমার স্বামী বেঁচে আছেন কি না সেটাও তো জানি না।”
advertisement
এদিকে যে কোম্পানিতে বিকাশ কাজ করতেন, তাঁর মালিক ফোন করে জানিয়েছেন হড়পা বানে গাড়ি-সহ চালকও ভেসে গিয়েছেন। এরপরে এখনও পর্যন্ত কোনও খবর পাননি তাঁরাও।
Annanya Dey
Location :
Kolkata,West Bengal
First Published :
October 09, 2023 7:02 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Sikkim Flash Flood: আমার স্বামী বেঁচে আছে কি? সিকিমে কাজে গিয়ে নিখোঁজ বিকাশ! কান্নায় ভেঙে পড়েছেন স্ত্রী