TRENDING:

কিশোরকুমারের বাংলোর পর এ বার আলিবাগে মহার্ঘ্য খামারবাড়ি কিনলেন বিরাট ও অনুষ্কা

Last Updated:

Virushka Farmhouse : মাস ছয়েক আগে বিরুষ্কা এসে খামারবাড়িটি পছন্দ করেন ৷ কিন্তু ব্যস্ত সূচির জন্য চূড়ান্ত কথাবার্তার সময় বিরাট নিজে আসতে পারেননি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই : আগেই লিজ নিয়েছিলেন কিশোর কুমারের বাংলো ৷ এ বার মহার্ঘ্য খামারবাড়ি কিনলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা ৷ জানা গিয়েছে উপকূলীয় মহারাষ্ট্রের আলিবাগ এলাকার গ্রাম জিরাদের কাছে ৮ একর জমিতে ছড়িয়ে থাকা ওই বাংলোর জন্য ইতিমধ্যেই ১৯.২৪ কোটি টাকা খরচ করেছেন বিরুষ্কা ৷ বিরাট এখন ব্যস্ত দুবাইয়ে এশিয়া কাপ খেলতে ৷ তাঁর ভাই বিকাশ কোহলি গণেশ চতুর্থীর আগের দিন এই খামারবাড়ি সংক্রান্ত আর্থিক কাজ করেছেন ৷ নামী রিয়েল এস্টেট সংস্থা সমীরা হ্যাবিট্যাটস পুরো বিষয়টির দেখভাল করছে ৷
মাস ছয়েক আগে বিরুষ্কা এসে খামারবাড়িটি পছন্দ করেন
মাস ছয়েক আগে বিরুষ্কা এসে খামারবাড়িটি পছন্দ করেন
advertisement

মাস ছয়েক আগে বিরুষ্কা এসে খামারবাড়িটি পছন্দ করেন ৷ কিন্তু ব্যস্ত সূচির জন্য চূড়ান্ত কথাবার্তার সময় বিরাট নিজে আসতে পারেননি ৷ ফিল্মতারকা, ক্রিকেট তারকা এবং শিল্পপতিদের পছন্দের জায়গা আলিবাগ ৷ রায়গড় জেলার নৈসর্গিক সৌন্দর্যের জন্য এই জনপদ তারকাদের পছন্দের প্রথম সারিতে ৷ অনেকেই এখানে খামারবাড়ি তৈরি করেছেন বিলাসী অবসরযাপনের জন্য ৷ এক দশক আগে এখানে বাড়ি তৈরি করিয়েছিলেন রবি শাস্ত্রীও ৷

advertisement

আরও পড়ুন : 'কার মেসেজের আশা করে ছিলে!' বিরাটকে ঝগরুটের মতো আক্রমণ গাভাসকরের

ইতিমধ্যে বিরাট কোহলি লিজ নিয়েছেন জুহুতে কিশোর কুমারের বাংলো ‘গৌরীকুঞ্জ’-এর একাংশ ৷ সংবাদমাধ্যমে কিশোরপুত্র অমিতকুমার জানিয়েছেন তাঁরা বিরাটকে ৫ বছরের জন্য লিজ দিয়েছেন ৷ বিরাট এখানে তাঁর রেস্তরাঁ ‘ওয়ান এইট কমিউন’-এর একটি আউটলেট শুরু করতে চান বলে শোনা যাচ্ছে ৷ অমিত জানিয়েছেন কয়েক মাস আগে বিরাটের সঙ্গে দেখা করেন প্রয়াত শিল্পীর ছোট ছেলে অমিতকুমার ৷ তার পরই ক্রমে কথাবার্তা এগোয় ৷

advertisement

আরও পড়ুন :  বয়স হয়েছে, ভাল করে শুনতে পান না রবি শাস্ত্রী! টসের সময় এ কী ভুল করলেন!

সেরা ভিডিও

আরও দেখুন
খোদ প্রধানমন্ত্রীও প্রশংসা করেছেন এই পুতুলের! জানেন এই পুতুলের নাম কী? দাম-ই বা কত?
আরও দেখুন

বিরাট তাঁর জার্সির নম্বরের সঙ্গে মিলিয়ে রেস্তরাঁর নাম রেখেছেন ৷ দিল্লি, কলকাতা ও পুণেতে এই রেস্তরাঁর শাখা আছে ৷ রেস্তরাঁর ইনস্টা বায়ো বলছে খুব শীঘ্র তারা আসছে মুম্বইয়ের জুহুতেও ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
কিশোরকুমারের বাংলোর পর এ বার আলিবাগে মহার্ঘ্য খামারবাড়ি কিনলেন বিরাট ও অনুষ্কা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল