বয়স হয়েছে, ভাল করে শুনতে পান না রবি শাস্ত্রী! টসের সময় এ কী ভুল করলেন!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Ravi Shastri: ভারত-পাকিস্তান ম্যাচের টসে এমন কাণ্ড ঘটালেন শাস্ত্রী!
#দুবাই: ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীর কমেন্ট্রি স্টাইল আলাদা। কখনও তাঁর কমেন্ট্রি-র ভিডিও এবং ছবি ভাইরাল হয়। এবার এমনই একটি ভিডিও ভাইরাল হচ্ছে।
এশিয়া কাপ ২০২-এর সুপার-ফোর-এর ম্যাচে শাস্ত্রী অবশ্য অদভুত কাণ্ড ঘটালেন। দুবাইয়ে ভারত-পাক ম্যাচে ধারাভাষ্য করছেন রবি শাস্ত্রী। রবিবার রোহিত শর্মা এবং বাবর আজম যখন টস করতে মাঠে নামেন, তখন রবি শাস্ত্রী হাজির হন। নিজের স্টাইলে দর্শকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তবে আচমকা বড় ভুল করে বসেন।
আরও পড়ুন- Shami and Hasin: ‘‘দেশের সম্মান কোনও বহু মহিলায় আসক্ত পুরুষের ওপর থাকে না’’, ভারত বনাম পাকিস্তান ম্যাচে এ কী
এশিয়া কাপের সুপার-ফোর রাউন্ডের ম্যাচে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠান। সেই সময় রবি শাস্ত্রী ভুল ঘোষণ করে বসেন। ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা কয়েন ছোড়েন। বাবর আজম টেলস কল করেন। এদিক রবি শাস্ত্রী ঠিকমতো শুনতে না পেয়ে ভুল করে বসেন।
advertisement
advertisement
শাস্ত্রী ভুল করে হেডস বলে ফেলেন। এর পর বাবর আজম ক্যামেরায় আসেন এবং প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্তের কথা জানান।
রবি শাস্ত্রীর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। কেউ কেউ মজা রে বলেন, শাস্ত্রীর বয়স ৬০ বছরেরও বেশি হয়েছে। তাই এখন তাঁর শ্রবণ শক্তি হ্রাস পেয়েছে।
অনেকে শাস্ত্রীকে নিয়ে মজা করেছেন। যদিও এদিন স্টেডিয়ামে প্রচুর শব্দ হচ্ছিল। সেই জন্য হয়তো তিনি শুনতে পাননি। ভারত-পাকিস্তান ম্যাচের সময় দর্শকদের উত্তেজনা চরমে থাকে। ফলে এদিন ম্যাচ শুরুর আগে থেকেই স্টেডিয়াম গমগম করছিল।
advertisement
Babar Azam calls tail, Ravi Shastri is in his own world & calling heads is the call. #INDvsPAKpic.twitter.com/74GLu62nG1
— Yeshwant Chitte (@YeshwantChitte) September 4, 2022
advertisement
এশিয়া কাপের চলতি মরশুমে ৮ দিনের মধ্যে দ্বিতীয়বার মুখোমুখি হল ভারত ও পাকিস্তান। এই প্রথম দুই চির প্রতিদ্বন্দ্বী এক সপ্তাহে দুবার মুখোমুখি হচ্ছে। দুবাইয়ে অনুষ্ঠিত লিগ পর্বের ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছিল ভারতীয় দল।
পাকিস্তানকে হারানোর পর হংকংকেও হারায় টিম ইন্ডিয়া। রোহিত শর্মার নেতৃত্বে টিম ইন্ডিয়া দুর্দান্ত পারফর্ম করছে। এশিয়া কাপে ভারতীয় দল এখনও দুটি ম্যাচই জিতেছে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 04, 2022 10:40 PM IST