TRENDING:

Eng vs Aus: ম্যাচ চলাকালীন অটোগ্রাফ চাইলেন ‘টাক মাথা’ ফ্যান, তারপর...Viral Video

Last Updated:

Eng vs Aus: এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral) হয়েছে৷ দেখে নিন সেই ভাইরাল ভিডিও (Viral Video)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#সিডনি: ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার  (Eng vs Aus) মধ্যে সিডনিতে অ্যাসেজ সিরিজের (Ashes Series) চতুর্থ টেস্ট (4th Test) চলছে৷ ইংল্যান্ড (England) প্রথম ৩ টি টেস্ট হেরে সিরিজ অস্ট্রেলিয়ার (Australia) কাছে ইতিমধ্যেই হেরে রয়েছে৷ এখন ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া (Eng vs Aus)  অ্যাসেজ সিরিজে (Ashes Series) শুধুমাত্র সম্মানরক্ষার লড়াই- ইংল্যান্ডের (England) কাছে৷ ইংল্যান্ডের অধিনায়ক জো রুট  (Joe Root) কোনও অবস্থাতেই এই টেস্ট হারতে চান না৷ এই পুরো সিরিজে ব্যাটবলের জোর লড়াই হচ্ছে৷ ফ্যান ও ক্রিকেটাররা আলাদা ফর্ম্যাটে রয়েছে৷ এর মধ্যে  কিছু সিডনি টেস্ট (Sydney Test) প্রথমে দিনেই দেখা গেছে৷ এক ফ্যান ইংল্যান্ডের (England) স্পিনার জ্যাক লিচের ( Jack Leach) কাছে নিজের টাক মাথা নিচু করে দেন৷ আর সেখানে অটোগ্রাফ দেন জ্যাক লিচ  ( Jack Leach)৷এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral) হয়েছে৷ দেখে নিন সেই ভাইরাল ভিডিও (Viral Video)৷
 england spinner jack leach gave autograph on spectators head-
england spinner jack leach gave autograph on spectators head-
advertisement

এই ঘটনা সিডনি টেস্টে তৃতীয় সেশনের সময় হয়, সেই সময় অস্ট্রেলিয়ার স্কোর ৩/১১৭ রান করেছিল৷ স্টিভ  স্মিথ এবং উসমান খোওয়াজা ক্রিজে ছিলেন৷ ইংল্যান্ডের স্পিনার জ্যাক লিচ বাউন্ডারিতে ফিল্ডিং করছিলেন৷ তখনই তাঁর থেকে এক দর্শক অটোগ্রাফ চান৷ যখন লিচ তাঁকে অটোগ্রাফ দিতে চান তখন তিনি নিজের মাথা এগিয়ে দেন৷

আরও পড়ুন - Lifestyle Tips: জাঁকিয়ে বসেছে Winter, Cough and Cold থেকে বাঁচতে খান এই সুস্বাদু হালুয়া

advertisement

ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার  (Eng vs Aus) মধ্যে সিডনিতে অ্যাসেজ সিরিজের (Ashes Series) চতুর্থ টেস্ট (4th Test) ম্যাচ চলাকালীন তাঁর মাথাতেই অটোগ্রাফ দেন লিচ৷ এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral) হয়েছে৷ দেখে নিন সেই ভাইরাল ভিডিও (Viral Video)৷

এর আগে অস্ট্রেলিয়ায় সিডনি টেস্টে টসে জিতে প্রথমে ব্যাটের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া৷ মার্কস হ্যারিস ও ডেভিড ওয়ার্নার ভালো শুরু করেন৷ কিন্তু দলের স্কোর যখন ৫১ তখন ওয়ার্নার ৩০ রান করে আউট হয়ে যান৷ এরপরে মার্নস লাবুসেন -হাল ধরেন৷

আরও পড়ুন - Slim Figure: জিম আপাতত বন্ধ, ওজন ঝরাতে কাজে আসবে এই ব্যায়ামগুলো!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

দ্বিতীয় উইকেটে তাঁরা ৬০ রান করেন৷ কিন্তু হ্যারিস ৩৮ রান করে জেমস অ্যান্ডারসনের শিকার হয়ে যায়৷ এরপর লাবুসেন ২৮ রানের স্কোরে প্যাভিলিয়নে ফিরে যান৷ তাঁর উইকেট মার্ক উড নেন৷

বাংলা খবর/ খবর/খেলা/
Eng vs Aus: ম্যাচ চলাকালীন অটোগ্রাফ চাইলেন ‘টাক মাথা’ ফ্যান, তারপর...Viral Video
Open in App
হোম
খবর
ফটো
লোকাল