আসন্ন এশিয়া কাপে টিম ইন্ডিয়ার নতুন জার্সি গায়ে দেখা যেতে পারে ক্রিকেটারদের। সম্ভবত নতুন ডিজাইনের জার্সি পরেই অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নামবে ভারত।
প্রায় প্রত্যেক বিশ্বকাপের জন্যই টিম ইন্ডিয়ার নতুন জার্সি তৈরি হয়। এটাই রীতি। তবে এবার বিশ্বকাপের আগেই নতুন জার্সিতে দেখা যেতে পারে রোহিত শর্মাদের।
আরও পড়ুন- Sourav Ganguly To Play Again: বড় খবর, ব্যাট হাতে আবার মাঠে সৌরভ! কবে, কোন ম্যাচ খেলবেন জেনে নিন
advertisement
বিসিসিআই সূত্রে খবর, ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ হওয়ার পর জিম্বাবোয়ে সফরে যাবে ভারতীয় দল। যদিও জিম্বাবোয়ের সফরে একাধিক সিনিয়র ক্রিকেটার যাবেন না। কার্যত রিজার্ভ বেঞ্চের দলই পাঠাবে বোর্ড। তাই ওখানে বর্তমান জার্সি থাকছে।
ওই সফরের পরই এশিয়া কাপ হবে সংযুক্ত আরব আমিরশাহীতে। শক্তিশালী দল নিয়ে সেই টুর্নামেন্ট খেলতে নামবে ভারত। এশিয়া কাপেই নতুন জার্সিতে দেখা যেতে পারে রোহিতদের।
সৌরভের বোর্ডের তরফে আরও খবর, নয়া জার্সি তৈরিতে অধিনায়ক রোহিত শর্মার মতামত নেওয়া হয়েছে। নতুন ডিজাইনের জার্সি তৈরি হওয়ার সময় অতীতেও অধিনায়কের একটা মতামত নেওয়া হয়েছে।
সাধারণত অধিনায়কের পছন্দকে প্রাধান্য দেওয়া হয়। বিরাট যখন অধিনায়ক ছিলেন তখন তাঁর পছন্দকে প্রাধান্য দিয়েই জার্সির ডিজাইন করা হত বলে খবর। এবার ঠিক সেরকম ভাবেই অধিনায়ক রোহিত শর্মার মতামত প্রাধান্য দিচ্ছে বোর্ড।
আরও পড়ুন- CWG 2022 : অস্ট্রেলিয়ার কাছে হেরেও স্বর্ণপদকের আশা ছাড়ছে না ভারতের মহিলা ক্রিকেট দল
সূত্রের খবর, টিম ইন্ডিয়ার নতুন জার্সি ডিজাইনে অল্পবিস্তর বদল থাকছে। এদিকে আবার রঙের ক্ষেত্রেও কিছুটা তারতম্য হবে। ভারতীয় জার্সির সনাতনী রঙ হচ্ছে নীল। মাঝেমধ্যে সেটা আকাশি হয়েছে। বর্তমানে যেমন গাঢ় নীল।
এই রঙের কিছুটা হেরফের হতে পারে এবার। তবে মূল রং নীল-ই থাকছে। নতুন ডিজাইনের এই জার্সি পরেই বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মাটিতে নামতে পারে ভারত। টিম ইন্ডিয়ার ম্যাচ জার্সি ছাড়া প্র্যাক্টিস জার্সিতেও কিছুটা হেরফের হতে পারে বলে বিসিসিআই সূত্রে খবর।