CWG 2022 : অস্ট্রেলিয়ার কাছে হেরেও স্বর্ণপদকের আশা ছাড়ছে না ভারতের মহিলা ক্রিকেট দল
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Harmanpreet Kaur promises strong come back against Pakistan after losing to Australia. অস্ট্রেলিয়ার কাছে হেরেও স্বর্ণপদকের আশা ছাড়ছে না ভারতের মহিলা ক্রিকেট দল
#লন্ডন: কমনওয়েলথ গেমসে অস্ট্রেলিয়াকে বাগে পেয়েও হারাতে পারেনি ভারতের মহিলা ক্রিকেট দল। দুর্দান্ত বল করে ৪ উইকেট নেওয়া রেনুকা সিং ঠাকুর নিশ্চয়ই দুঃখ পাবেন হেরে যাওয়ার ফলে। আসলে ৪৯/৫ অবস্থা থেকে অস্ট্রেলিয়া এই ম্যাচ জিততে পারে সেটা হয়তো ভাবা যায়নি। কিন্তু গার্ডেনর, কিং জুটি প্রমাণ করেছে মরার আগে মরে না অস্ট্রেলিয়া। কেন তারা বিশ্ব চ্যাম্পিয়ন প্রমাণ করেছে।
আরও পড়ুন - Sachin Tendulkar : সচিনকে সম্মান না দেওয়ার ফল! অস্ট্রেলিয়ান তারকাকে নোংরা গালাগাল খেতে হল
তবে প্রথম ম্যাচ হেরে গেলেও এবারের গেমস থেকে স্বর্ণপদক জয়ের আশা ছাড়তে রাজি নন ভারতের ক্যাপ্টেন হরমনপ্রীত। নিজে প্রথম মহিলা ব্যাটসম্যান হিসেবে কমনওয়েলথ গেমসে অর্ধশত রান করেছেন। রান পেয়েছিলেন শেফালি। কিন্তু ভারতের মহিলা স্পিনাররা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।
advertisement
That's that from our first game at #CWG2022 Australia win by 3 wickets.#TeamIndia will look to bounce back in the next game. Scorecard - https://t.co/cuQZ7NHmpB #AUSvIND #B2022 pic.twitter.com/p1sn3xS6kj
— BCCI Women (@BCCIWomen) July 29, 2022
advertisement
গুরুত্বপূর্ণ সময় ভারতের প্ল্যান বি নেই দেখে বোঝা গিয়েছে। কিভাবে ম্যাচ বের করতে হয় তার অভিজ্ঞতার অভাব আছে। রবিবার সামনে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান। শক্তিতে অস্ট্রেলিয়ার সঙ্গে তুলনা হয় না যাদের। এমনিও ভারতের মেয়েদের বিরুদ্ধে পাকিস্তানের মহিলা দলের রেকর্ড ভাল নয়। কিন্তু তাও নামটা যখন পাকিস্তান, তখন ভারত হালকা করে নেবে না।
advertisement
হরমন জানিয়েছেন, অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়ার পরে দলের প্রত্যেকটি সদস্য শপথ গ্রহণ করেছেন দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ানোর। আর সেটা রবিবার পাকিস্তানের বিরুদ্ধে শুরু করতে মরিয়া ভারত। হেরে গেলেও মেয়েদের লড়াই নিয়ে গর্বিত হরমন।
পরে আবার অস্ট্রেলিয়ার সঙ্গে দেখা হলে তারা যোগ্য জবাব দেবে আশাবাদী ভারত অধিনায়ক। দলের অন্যতম ধারাবাহিক অলরাউন্ডার পূজা বস্ত্রকার ছিলেন না প্রথম ম্যাচে। তিনি ফিরে আসবেন। কাজেই ভারতের শক্তি বেড়ে যাবে অনেকটা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 30, 2022 4:14 PM IST