Sourav Ganguly To Play Again: বড় খবর, ব্যাট হাতে আবার মাঠে সৌরভ! কবে, কোন ম্যাচ খেলবেন জেনে নিন

Last Updated:
Sourav Ganguly To play In LLC: ফের মাঠে দাদাগিরি! অফসাইডের ভগবান নামছেন মাঠে। ৫০-এ ব্যাট হাতে ২২ গজে আবার সৌরভ।
1/6
৫০-এ ফের ব্যাট হাতে মাঠে সৌরভ গঙ্গোপাধ্যায়। তার জন্য ইতিমধ্যে ট্রেনিং শুর করে দিয়েছেন বিসিসিআই সভাপতি।
৫০-এ ফের ব্যাট হাতে মাঠে সৌরভ গঙ্গোপাধ্যায়। তার জন্য ইতিমধ্যে ট্রেনিং শুর করে দিয়েছেন বিসিসিআই সভাপতি।
advertisement
2/6
লিজেন্ডস লিগ ক্রিকেটে (LLC) খেলবেন সৌরভ। এটা এই টুর্নামেন্টের দ্বিতীয় মরশুম। বিসিসিআই সভাপতি একটি চ্যারিটি ম্যাচে খেলবেন।
লিজেন্ডস লিগ ক্রিকেটে (LLC) খেলবেন সৌরভ। এটা এই টুর্নামেন্টের দ্বিতীয় মরশুম। বিসিসিআই সভাপতি একটি চ্যারিটি ম্যাচে খেলবেন।
advertisement
3/6
অবসর নেওয়া ক্রিকেটাররা লিজেন্ডস লিগ ক্রিকেটে  খেলেন। ২০১৫ সালে শেষবার সৌরভকে ব্যাট হাতে মাঠে দেখা গিয়েছিল।
অবসর নেওয়া ক্রিকেটাররা লিজেন্ডস লিগ ক্রিকেটে খেলেন। ২০১৫ সালে শেষবার সৌরভকে ব্যাট হাতে মাঠে দেখা গিয়েছিল।
advertisement
4/6
২০১৫ সালে ক্রিকেট অল স্টার্স সিরিজে সচিন ব্লাস্টার্স-এর হয়ে খেলেছিলেন সৌরভ। সেবার ৩৭ বলে ৫০ রান করেছিলেন তিনি।
২০১৫ সালে ক্রিকেট অল স্টার্স সিরিজে সচিন ব্লাস্টার্স-এর হয়ে খেলেছিলেন সৌরভ। সেবার ৩৭ বলে ৫০ রান করেছিলেন তিনি।
advertisement
5/6
১৯৯৬ সালে লর্ডসে অভিষেক হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের। প্রথম টেস্টেই ১৩১ রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি। তার পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি।
১৯৯৬ সালে লর্ডসে অভিষেক হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের। প্রথম টেস্টেই ১৩১ রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি। তার পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি।
advertisement
6/6
সৌরভ তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছেন- আজাদি কা অমৃত মহোত্সব এবং মহিলাদের উন্নতির জন্য ফান্ড জোগাড় করতে চ্যারিটি ম্যাচে খেলব। ট্রেনিং শুরু করেছি। তারকা ক্রিকেটারদের সঙ্গে খেলার জন্য মুখিযে আছি।
সৌরভ তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছেন- আজাদি কা অমৃত মহোত্সব এবং মহিলাদের উন্নতির জন্য ফান্ড জোগাড় করতে চ্যারিটি ম্যাচে খেলব। ট্রেনিং শুরু করেছি। তারকা ক্রিকেটারদের সঙ্গে খেলার জন্য মুখিযে আছি।
advertisement
advertisement
advertisement