TRENDING:

IND vs SA: অক্ষর প্যাটেল নাকি কুলদীপ যাদব? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একাদশে কে থাকবেন? শুভমান গিল যা বললেন

Last Updated:

IND vs SA 1st Test: কলকাতার ইডেন গার্ডেন্সে শুক্রবার থেকে শুরু হতে চলা ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। তবে ম্যাচের আগের দিন ভারতীয় অধিনায়ক শুভমান গিল দলের প্লেয়িং ইলেভেন নিয়ে মুখ খোলেননি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতার ইডেন গার্ডেন্সে শুক্রবার থেকে শুরু হতে চলা ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। তবে ম্যাচের আগের দিন ভারতীয় অধিনায়ক শুভমান গিল দলের প্লেয়িং ইলেভেন নিয়ে মুখ খোলেননি। সাংবাদিকদের প্রশ্নে গিল স্পষ্টভাবে জানান, “আমরা প্লেয়িং ইলেভেন কাল সকালে টসের সময়ই জানাব।” এই বক্তব্য থেকেই বোঝা যাচ্ছে, ভারতীয় টিম ম্যানেজমেন্ট এখনো তাদের বোলিং কম্বিনেশন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।
News18
News18
advertisement

গিল স্বীকার করেছেন, দল বর্তমানে এক ধরনের “দ্বিধা”-র মধ্যে রয়েছে। অক্ষর প্যাটেলের অলরাউন্ডার দক্ষতা বনাম কুলদীপ যাদবের উইকেট নেওয়ার ধারাবাহিক ক্ষমতা – এই দুইয়ের মধ্যে চলছে মূল লড়াই। প্রধান কোচ গৌতম গম্ভীরের কৌশলও এই দ্বিধাকে আরও জটিল করেছে। গম্ভীর ব্যাটিংয়ে গভীরতা চান, যা অক্ষরকে এগিয়ে রাখে, তবে কুলদীপের সাম্প্রতিক ফর্ম এবং উইকেট নেওয়ার ধারাবাহিকতাও তাকে সমানভাবে শক্তিশালী প্রার্থী বানিয়েছে।

advertisement

ইডেন গার্ডেন্সে প্র্যাকটিস সেশনে অক্ষর ও কুলদীপ দুজনকেই দীর্ঘ সময় ধরে বল ও ব্যাট হাতে অনুশীলন করতে দেখা গেছে। দলের থিঙ্ক ট্যাঙ্ক তাদের প্রস্তুতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। পেস বিভাগে জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজের থাকা নিশ্চিত। যদি তৃতীয় পেসার খেলানো হয় তাহলে আকাশ দীপ দৌড়ে এগিয়ে আছেন।

গিল ইঙ্গিত দিয়েছেন যে পিচের আচরণই নির্ধারণ করবে দলে কারা থাকবেন। তিনি বলেন, “বছরের এই সময়ে সবসময়ই প্রশ্ন থাকে—অতিরিক্ত স্পিনার নামানো হবে, না অলরাউন্ডার। কাল সকালে উইকেট দেখে সিদ্ধান্ত নেব। আমাদের লক্ষ্য এমন কম্বিনেশন তৈরি করা যা ম্যাচ জেতার সর্বোচ্চ সুযোগ দেয়।”

advertisement

ভারত শেষবার ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কুলদীপকে তৃতীয় স্পিনার হিসেবে খেলিয়েছিল, যেখানে তিনি ১২ উইকেট নিয়ে দলের সেরা বোলার হন। তবে সম্প্রতি দক্ষিণ আফ্রিকা ‘এ’-এর বিপক্ষে দ্বিতীয় আনঅফিশিয়াল টেস্টে ফ্ল্যাট পিচে তিনি মাত্র একটি উইকেট পান, যা কিছুটা উদ্বেগের কারণ হতে পারে।

অধিনায়ক গিল বলেন, ভারতের ঘরের মাঠে সাধারণত স্পিনাররাই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে। তিনি যোগ করেন, “আমাদের কাছে অক্ষর, ওয়াশিংটন সুন্দর ও জাদেজার মতো ব্যাটিং অলরাউন্ডার আছে, যাদের পারফরম্যান্স অসাধারণ। এতে আমাদের দলে ভারসাম্য আসে এবং ম্যাচে নানা বিকল্প তৈরি হয়।”

advertisement

আরও পড়ুনঃ Mohammed Shami: আইপিএল নিলামের আগে শামির জন্য বড় খবর! তারকা পেসারকে দলে নিতে লড়াইয়ে ২ দল

সেরা ভিডিও

আরও দেখুন
যাত্রী সাথী অ‍্যাপের মাধ্যমেই বুক করা যাবে অ‍্যাম্বুলেন্স! নয়া পরিষেবা চালু দুর্গাপুরে
আরও দেখুন

তবে গিল এটাও উল্লেখ করেন যে শুকনো উইকেটে পেসারদের ভূমিকা কমবে না। “যদি রিভার্স সুইং পাওয়া যায়, তাহলে পেসাররাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে,” বলেন গিল। সব মিলিয়ে, ইডেনের উইকেট যেমনই হোক না কেন, ভারতীয় দলের একাদশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে টসের পরেই—আর সেই রহস্যই এখন ক্রিকেটপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
IND vs SA: অক্ষর প্যাটেল নাকি কুলদীপ যাদব? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একাদশে কে থাকবেন? শুভমান গিল যা বললেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল