গত মরশুমে বোলিং অ্যাটাকে অভিজ্ঞতার অভাব ভুগিয়েছে মুম্বই দলকে। এবার বোলিং অ্যাটাককে শক্তিশালী করতে ও বিশেষ করে ডেথ ওভারে বুমরাহের সঙ্গী হিসেবে ঠাকুরের অভিজ্ঞতাকে দাম দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজি। ডেথ ওভারে বোলিংয়ের দক্ষতা রয়েছে শার্দুলের। একইসঙ্গে লোয়ার অর্ডারে ব্যাটিংয়ে গুরুত্বপূর্ণ ইনিংসও খেলতে পারেন ভারতীয় তারকা।
advertisement
গত মরশুমে লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলে শার্দুল ঠাকুর ১০টি ম্যাচে অংশ নেন। তিনি ১৩টি উইকেট নিয়েছিলেন ১১.০২ ইকোনমি রেটে, যদিও ব্যাট হাতে তেমন কিছু করতে পারেননি—লোয়ার অর্ডারে ব্যাট করে ৫ ইনিংসে করেছিলেন মাত্র ১৮ রান। ৩৪ বছর বয়সী এই ক্রিকেটারকে ২০২৫ সালের আইপিএল মরশুমে ইনজুরির কারণে বিকল্প খেলোয়াড় হিসেবে অন্তর্ভুক্ত করেছিল লখনউ।
আরও পড়ুনঃ IND vs SA: ম্যাচের আগের দিন চিন্তা বাড়ল গিল-গম্ভীরের! কী জানালেন ভারত অধিনায়ক
মুম্বই ইন্ডিয়ান্স শার্দুল ঠাকুরের আইপিএলে সপ্তম দল। এর আগে তিনি পঞ্জাব কিংস, রাইজিং পুনে সুপারজায়ান্ট, চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্স এবং লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলেছেন। শার্দুল ঠাকুর শেষবার ভারতের হয়ে খেলেছেন ২০২৩ সালের অক্টোবর মাসে, বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে পুনেতে। এর পর থেকে তিনি জাতীয় দলের হোয়াইট-বল ফরম্যাটে আর সুযোগ পাননি। তবে এ বছর ইংল্যান্ডে দুটি টেস্টে অংশ নিলেও, পরবর্তী সিরিজগুলোতে তাকে বাদ দেওয়া হয়। নতুন আইপিএল মরশুমে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিয়ে তিনি আবারও ফর্মে ফিরে আসতে এবং জাতীয় দলে ফেরার স্বপ্ন বাঁচিয়ে রাখতে চান।
