Mohammed Shami: আইপিএল নিলামের আগে শামির জন্য বড় খবর! তারকা পেসারকে দলে নিতে লড়াইয়ে ২ দল

Last Updated:

Mohammed Shami: ভারতের অভিজ্ঞ পেসার মহম্মদ শামির ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মধ্যে দাঁড়িয়ে। জাতীয় দলে ফেরার লড়াই চালিয়ে যাওয়া এই তারকা বোলারের আইপিএল কেরিয়ারও নতুন মোড় নিতে চলেছে।

News18
News18
ভারতের অভিজ্ঞ পেসার মহম্মদ শামির ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মধ্যে দাঁড়িয়ে। জাতীয় দলে ফেরার লড়াই চালিয়ে যাওয়া এই তারকা বোলারের আইপিএল কেরিয়ারও নতুন মোড় নিতে চলেছে। জানা গেছে, সানরাইজার্স হায়দরাবাদ ১৫ নভেম্বরের রিটেনশন তালিকা ঘোষণার আগে শামিকে নিয়ে দুটি পৃথক ট্রেড প্রস্তাব পেয়েছে। ফলে ২০২৬ মরশুমে নতুন দলের জার্সিতে দেখা যেতে পারে শামিকে।
Cricbuzz–এর প্রতিবেদন অনুযায়ী, লখনউ সুপার জায়ান্টস ও দিল্লি ক্যাপিটালস—এই দুটি ফ্র্যাঞ্চাইজি শামিকে দলে নিতে আগ্রহ দেখিয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের দায়িত্ব এখন সানরাইজার্সের হাতে। দল চাইলে শামিকে সরাসরি নিলামে ছাড়তে পারে, যদিও নগদ অর্থের বিনিময়ে ট্রেডের সম্ভাবনাই বেশি বলে মনে করা হচ্ছে। হায়দরাবাদ যদি প্রস্তাব গ্রহণ করে, তাহলে লখনউ বা দিল্লির জার্সিতে দেখা যেতে পারে শামিকে।
advertisement
গত বছর জেড্ডায় অনুষ্ঠিত মেগা নিলামে সানরাইজার্স শামিকে ১০ কোটি টাকাতে দলে নিয়েছিল। কিন্তু ২০২৫ মরশুমে তিনি আশানুরূপ পারফর্ম করতে পারেননি। পুরো মরশুমে মাত্র ৬ উইকেট নিয়ে তার ইকোনমি রেট দাঁড়ায় ১১.২৩, যা অভিজ্ঞ এই পেসারের সঙ্গে মানানসই নয়। তবে এর আগে গুজরাত টাইটান্সের হয়ে ২০২২ ও ২০২৩ মরশুমে দারুণ পারফর্ম করেছিলেন তিনি—সেই দুই মরশুমে শামি নিয়েছিলেন মোট ৪৮ উইকেট।
advertisement
advertisement
লখনউ শামিকে দলে নিতে আগ্রহী কারণ তারা সম্প্রতি শার্দুল ঠাকুরকে মুম্বই ইন্ডিয়ান্সে ট্রেডে দিয়েছে। অন্যদিকে দিল্লিও সমান উৎসাহী, বিশেষ করে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যের পর। দিল্লি ক্যাপিটালস ম্যানেজমেন্টের সদস্য সৌরভ বলেন, “শামির দক্ষতা ও ফিটনেস এখনো আগের মতোই রয়েছে। আমি মনে করি, সে এখনো ভারতের হয়ে সব ফরম্যাটে খেলার সামর্থ্য রাখে।”
advertisement
সবশেষে বলা যায়, মহম্মদ শামির মতো অভিজ্ঞ পেসারের ভবিষ্যৎ নিয়ে এখন সবার চোখ সানরাইজার্স হায়দরাবাদের সিদ্ধান্তের দিকে। তাঁকে ধরে রাখবে কি না, নাকি ট্রেডে ছাড়বে—এই প্রশ্নের উত্তর মিলবে ১৫ নভেম্বরেই রিটেনশন তালিকা ঘোষণার দিন।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Mohammed Shami: আইপিএল নিলামের আগে শামির জন্য বড় খবর! তারকা পেসারকে দলে নিতে লড়াইয়ে ২ দল
Next Article
advertisement
১ কোটি টাকার মহারানি গাউন ! ২৫ জন কারিগরের শ্রমে চোখ ধাঁধাল সোনা, রুপো এবং মূল্যবান পাথরখচিত জয়পুরের এক মাস্টারপিস
১ কোটি টাকার মহারানি গাউন ! ২৫ জন কারিগরের শ্রমে চোখ ধাঁধাল জয়পুরের এক মাস্টারপিস
  • ১ কোটি টাকার মহারানি গাউন !

  • ২৫ জন কারিগরের শ্রমে চোখ ধাঁধাল সোনা, রুপো এবং মূল্যবান পাথরখচিত

  • জয়পুরের এক মাস্টারপিস

VIEW MORE
advertisement
advertisement