TRENDING:

Paris Olympic 2024: ডোপিংয়ের অভিযোগ, হার না মানা লড়াই লড়েই প্যারিস অলিম্পিক গেমসে, দেশের জন্য পদক আনতে চান শ্যুটার সন্দীপ

Last Updated:

Paris Olympic 2024: সন্দীপের বাবা শ্রমিক। সঙ্গে চাষবাসও করেন। সেনায় চাকরি পাওয়ার পর থেকে সন্দীপই কাঁধে তুলে নিয়েছেন সংসারের ভার। ভাই বাইক মেকানিক। ২০১৯ সালে সন্দীপের বিরুদ্ধে ডোপিংয়ের অভিযোগ ওঠে। সাময়িক বরখাস্ত করা হয় তাঁকে। হতাশায় ভেঙে পড়েন সন্দীপ। মনে হয়, সব স্বপ্ন বুঝি শেষ হয়ে গেল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ফরিদকোট: অলিম্পিক গেমসে পদক জেতা সব খেলোয়াড়ের স্বপ্ন। শ্যুটার সন্দীপ সিং-ও শয়নে জাগরণে এই স্বপ্নই দেখে চলেছেন। ভারতের হয়ে অলিম্পিকে মেডেল জিততে চান তিনি। ১০ মিটার এয়ার রাইফেলে দেশের সেরা শ্যুটার এইমুহূর্তে তিনিই।

ডোপিংয়ের অভিযোগ, হার না মানা লড়াই লড়েই প্যারিস অলিম্পিক গেমসে, দেশের জন্য পদক আনতে চান শ্যুটার সন্দীপ
ডোপিংয়ের অভিযোগ, হার না মানা লড়াই লড়েই প্যারিস অলিম্পিক গেমসে, দেশের জন্য পদক আনতে চান শ্যুটার সন্দীপ
advertisement

শ্যুটার সন্দীপ সিং পঞ্জাবের ফরিদকোটের বাসিন্দা। লোকাল 18-এর সঙ্গে কথা বলার সময় তিনি জানাল, খুব অল্প বয়সেই সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। বর্তমানে তিনি নায়েব সুবেদার পদে রয়েছেন। সেনাবাহিনীতে থাকাকালীনই শ্যুটিং শুরু করেন সন্দীপ।

সন্দীপের বাবা শ্রমিক। সঙ্গে চাষবাসও করেন। সেনায় চাকরি পাওয়ার পর থেকে সন্দীপই কাঁধে তুলে নিয়েছেন সংসারের ভার। ভাই বাইক মেকানিক। ২০১৯ সালে সন্দীপের বিরুদ্ধে ডোপিংয়ের অভিযোগ ওঠে। সাময়িক বরখাস্ত করা হয় তাঁকে। হতাশায় ভেঙে পড়েন সন্দীপ। মনে হয়, সব স্বপ্ন বুঝি শেষ হয়ে গেল।

advertisement

আরও পড়ুন: দাউ দাউ করে জ্বলছে! কালো ধোঁওয়ায় ঢাকল ধাপার মাঠ, ঘটনাস্থলে ২০টি দমকল ইঞ্জিন, কীভাবে লাগল আগুন?

ডোপিংয়ের অভিযোগে সন্দীপের শুনানি শুরু হয়। কিন্তু সেই সময়ই এল কোভিড। শুনানি স্থগিত হয়। হতাশা ঘিরে ধরে সন্দীপকে। অবশেষে দুই বছর পর সমস্ত কলঙ্ক থেকে মুক্ত হন সন্দীপ। শিখ লাইট ইনফ্র্যান্টিতে ফেরত পাঠানো হয় তাঁকে। ২০২১ সালে সন্দীপকে পাঠানো হয় সিয়াচেন।

advertisement

—- Polls module would be displayed here —-

এরপর উত্তর প্রদেশের ফতেহগড়ে পোস্টিং হয় সন্দীপের। সেখানে তিনি রাইফেল শ্যুটিংয়ে নিয়োগ হওয়া নতুন ছেলেদের প্রশিক্ষণ দেন। এখন থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি সন্দীপকে। সেনা কর্তাদের তিনি বলেছিলেন, “২০২৩-এর দুটি ট্রায়ালে যোগ দেওয়ার অনুমতি দিন। যদি ব্যর্থ হই, শ্যুটিং ছেড়ে দেব”।

advertisement

দুটি ট্রায়ালেই অনবদ্য ফল করেন সন্দীপ। শুধু তাই নয়, কুমার সুরেন্দ্র সিং প্রতিযোগিতায় গোল্ড মেডেল জেতেন। এরপর ২০২৩ ন্যাশনাল গেমসে অংশ নেন। সেখানে জেতেন রৌপ্য পদক। এরপর এএমইউ থেকে ডাক আসে। শুরু হয় স্বপ্নপূরণের লড়াই।

আরও পড়ুন: মোবাইল ফোনের নীচে এই ছোট্ট ছিদ্রটি কেন থাকে বলুন তো? মাইক্রোফোন নয় কিন্তু! ৯৯% লোকজনই জানেন না, কাজ জানলে মাথায় হাত পড়বে

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জলের দরে সস্তা নাকি পকেটে কোপ? ভাইফোঁটায় ইলিশ কিনতে কালঘাম ছুটবে নাকি মধ্যবিত্তের?
আরও দেখুন

প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ান রুদ্রাক্ষ প্যাটিলকে চারটি অলিম্পিক ট্রায়ালে পরাজিত করেছেন সন্দীপ। এবছ্র প্যারিস অলিম্পিকে ১০ মিটার এয়ার রাইফেল শ্যুটিংয়ে ভারতের প্রতিনিধিত্ব করবেন তিনি। যাই হয়ে যাক, দেশের জন্য পদক জিততেই হবে। মনে মনে এখন শুধু এই মন্ত্রই জপছেন ফরিদকোটের সন্দীপ সিং।

বাংলা খবর/ খবর/খেলা/
Paris Olympic 2024: ডোপিংয়ের অভিযোগ, হার না মানা লড়াই লড়েই প্যারিস অলিম্পিক গেমসে, দেশের জন্য পদক আনতে চান শ্যুটার সন্দীপ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল