TRENDING:

Ban vs NZ: এবাদতের আগুনে বোলিং, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট জয়ের স্বপ্ন বাংলাদেশের

Last Updated:

Bangladesh vs New Zealand-এবাদত হোসেনের (Ebadat Hossain) আগুনে বোলিংয়ে নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে স্কোর ৫ উইকেট খুইয়ে ১৪৭৷ প্রথম ইনিংসে ৩২৮ রান করা নিউজিল্যান্ডের (New Zealand) মাত্র ১৭ রানের লিড রয়েছে এই মুহূর্তে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#অকল্যান্ড: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড (Bangladesh vs New Zealand) সিরিজের দুটি টেস্ট ম্যাচ হবে৷ তার প্রথম খেলা মাউন্ট মাউনগনুই খেলা চলছে৷ চতুর্থ দিনের খেলায় বাংলাদেশি বোলার ইবাদত হুসেন (Ebadat Hossain)  চার উইকেট নিয়ে বাংলাদেশকে (Bangladesh) কার্যত ইতিহাসের সামনে দাঁড় করিয়ে দিয়েছে৷ বাংলাদেশ কি পারবে প্রথমবার টেস্ট বিশ্বচ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে ,তাদেরই মাটিতে হারাতে৷এবাদত হোসেনের (Ebadat Hossain) আগুনে বোলিংয়ে নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে স্কোর ৫ উইকেট খুইয়ে ১৪৭৷
bangladesh eye historic victory against new zealand- Photo-taskintazim
bangladesh eye historic victory against new zealand- Photo-taskintazim
advertisement

নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ (NZ vs BAN) প্রথম ইনিংসে ৪৫৮ রান করেছিল৷ প্রথম ইনিংসে তাদের লিড ছিল ১৩০ রানের৷ এবার আবার এবাদত হোসেনের (Ebadat Hossain) আগুনে বোলিংয়ে নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে স্কোর ৫ উইকেট খুইয়ে ১৪৭৷ প্রথম ইনিংসে ৩২৮ রান করা নিউজিল্যান্ডের (New Zealand) মাত্র ১৭ রানের লিড রয়েছে এই মুহূর্তে৷

এবাদত হুসেন (Ebadat Hossain)  প্রথম ইনিংসে শতরানকারী ডৈবোন কনওয়েকে ১৩ রানে আউট করে বাংলাদেশের আশা বাড়িয়ে দেন৷ এছাড়া তাঁর শিকারের তালিকায় রয়েছেন বিল ইয়ং (৬৯), হেনরি নিকোলস (০), টম ব্লেন্ডেল (০) করে আউট হয়ে যান৷ এখন নিউজিল্যান্ডকে বাঁচাতে পারেন অভিজ্ঞ ক্রিকেটার রস টেলর (Ross Taylor)৷ তিনি ৩৭ রান করে ক্রিজে রয়েছেন৷ তার সঙ্গে রয়েছেন রচিত রবিন্দ্র৷ তাঁর স্কোর ৬৷

advertisement

আরও পড়ুন - Viral Video: লক্ষ লক্ষ ভিউ পাওয়া Aloo Posto ভিডিও হাওয়া, খোলামেলা ব্লাউজে এখন রান্না হচ্ছে মাছভাজা, বেগুনি, পেঁয়াজি, ভাইরাল ভিডিও

বাংলাদেশ এর আগে তিন ফর্ম্যাট মিলিয়ে নিউজিল্যান্ডের (Ban vs NZ) বিরুদ্ধে ৩৪ টি ম্যাচ খেলেছে৷  কেবল একটি ম্যাচে জিতেছে তারা নিউজিল্যান্ডের মাটিতে৷ সেই ম্যাচে প্রতিপক্ষ ছি স্কটল্যান্ড৷ এই ম্যাচে অভিজ্ঞ শাকিব আল হাসান (Shakib Al Hasan) , তামিম ইকবাল (Tamim Iqbal) এবং মহমুদুল্লাহ (Mahamudullah) না থাকায় জয়ের কোনও সম্ভবনাই ছিল না৷  বাংলাদেশ সেই ম্যাচেই কি কামাল করতে চাইছে৷ বাংলাদেশের মোমিনুল হক (৮৮) (Mominul Haq), লিটন দাস (৮৬) (Liton Das), মহমদুল্লাহ হাসান জয় (৭৮)  (Mahmdullah)ও নাজমুল হুসেন শান্তো (Nazmul Husain) (৬৪) করেন৷

advertisement

আরও পড়ুন - Ind vs SA: 2nd Day তে ভারতের বড় বাজি শামি-বুমরাহ, ম্যাচ বাঁচাতে জ্বলতেই হবে দুই পেসারকে

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

বাংলাদেশ (Bangladesh) সকালে ৬ উইকেটে ৪০১ রান করে খেলতে শুরু করে, এরপর মেহদি হাসান (৪৭) এবং ইয়াসির আলি (২৬) রান করেন৷ ফলে আরও ৫৭ রান যোগ হয়৷ নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট ৪ উইকেট, নীল ওয়েগনর ৩ ও টিম সাউদি  ২ টি উইকেট নেন৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Ban vs NZ: এবাদতের আগুনে বোলিং, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট জয়ের স্বপ্ন বাংলাদেশের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল