Ind vs SA: 2nd Day তে ভারতের বড় বাজি শামি-বুমরাহ, ম্যাচ বাঁচাতে জ্বলতেই হবে দুই পেসারকে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে (2nd Day) এই মহম্মদ শামির (Mohammed Shami) ভূমিকাই ফের একবার বড় হতে চলেছে৷ পাশাপাশি যোগ্য সঙ্গত দিতে হবে দেশের সেরা পেসারের দাবিতে থাকা জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah)৷
#জোহনেসবার্গ: ভারতীয় ক্রিকেট দলের (Team India) দক্ষিণ আফ্রিকার (Ind vs SA) বিরুদ্ধে জোহনেসবার্গে ওয়ান্ডারার্সে দ্বিতীয় টেস্ট খেলছে৷ প্রথম দিনের খেলায় টসে জিতে প্রথমে ব্যাট করে ২০২ রানে অলআউট হয়ে যায় কেএল রাহুলের নেতৃত্বে খেলতে নামা টিম ইন্ডিয়া৷ ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথমদিনের খেলা শেষ হওয়া অবধি ভারত ১ উইকেটে ৩৫ রান করেছিল৷ ভারতের প্রথম ইনিংসের ২০২ -র জবাবে তারা দিনের শেষে ১৬৭ রানে পিছিয়ে ছিল৷ ক্রিজে রয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগার (১১) এবং কিগন পিটারসন (১৪) রানে খেলছিলেন৷ প্রথম উইকেট তুলে নেন ভারতীয় পেসার মহম্মদ শামি (Mohammed Shami) ৷ ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে (2nd Day) এই মহম্মদ শামির (Mohammed Shami) ভূমিকাই ফের একবার বড় হতে চলেছে৷ পাশাপাশি যোগ্য সঙ্গত দিতে হবে দেশের সেরা পেসারের দাবিতে থাকা জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah)৷
সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে ভারতীয় বোলাররা দক্ষিণ আফ্রিকা দলকে দুটি ইনিংসেই ২০০-র কম রানে বেঁধে রেখেছিলেন৷ এছাড়া চার বছর আগে মহম্মদ শামি (Mohammed Shami) এবং জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) জুটি ওয়ান্ডারার্সের মাঠে দক্ষিণ আফ্রিকাকে ১৯৪ ও ১৭৭ রানে অলআউট করে দিয়েছিলেন৷ এই লড়াইতে ভারতের বিরাট কোহলি নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল ৬৩ রানে ম্যাচ জিতেছিল৷
advertisement
advertisement
এতে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ৭ ও মহম্মদ শামি (Mohammed Shami) ৬ উইকেট পেয়েছিলেন৷ প্রথম ইনিংসে বুমরাহ নিয়েছিলেন ৫ উইকেট আর মহম্মদ শামি দ্বিতীয় ইনিংসে নিয়েছিলেন ৫ উইকেট৷ তবে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন ভুবনেশ্বর কুমার৷ তিনি দুটি ইনিংসে ব্যাট হাতে ৩০ ও ৩৩ রান করেছিলেন এবং ৪ উইকেটও নিয়েছিলেন৷
advertisement
এদিকে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শেষে মহম্মদ সিরাজের মাংসপেশিতে টান ধরে৷ ফলে তাঁকে মাঠ ছেড়ে চলে যেতে হয়৷ ভারতীয় দল আশা করছে তাঁর চোট যেন গুরুতর না হয়৷ যাতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (Ind vs SA) টেস্টের দ্বিতীয় দিনে (2nd Day) তিনি বল করতে পারেন৷ এদিকে দ্বিতীয় টেস্টের (2nd Test) শুরুটা ভালো হয়নি, যেহেতু মাংসপেশিতে চোটের কারণে ম্যাচে খেলতেই পারছেন না অধিনায়ক বিরাট কোহলি৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 04, 2022 12:18 PM IST