Ind vs SA: 2nd Day তে ভারতের বড় বাজি শামি-বুমরাহ, ম্যাচ বাঁচাতে জ্বলতেই হবে দুই পেসারকে

Last Updated:

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে (2nd Day) এই মহম্মদ শামির (Mohammed Shami) ভূমিকাই ফের একবার বড় হতে চলেছে৷ পাশাপাশি যোগ্য সঙ্গত দিতে হবে দেশের সেরা পেসারের দাবিতে থাকা জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah)৷

asprit bumrah mohammed shami can save team india at wanderers- Photo- AP
asprit bumrah mohammed shami can save team india at wanderers- Photo- AP
#জোহনেসবার্গ: ভারতীয় ক্রিকেট দলের (Team India) দক্ষিণ আফ্রিকার (Ind vs SA) বিরুদ্ধে জোহনেসবার্গে ওয়ান্ডারার্সে দ্বিতীয় টেস্ট খেলছে৷ প্রথম দিনের খেলায় টসে জিতে প্রথমে ব্যাট করে ২০২ রানে অলআউট হয়ে যায় কেএল রাহুলের নেতৃত্বে খেলতে নামা টিম ইন্ডিয়া৷  ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথমদিনের খেলা শেষ হওয়া অবধি ভারত ১ উইকেটে ৩৫ রান করেছিল৷ ভারতের প্রথম ইনিংসের ২০২ -র জবাবে তারা দিনের শেষে ১৬৭ রানে পিছিয়ে ছিল৷ ক্রিজে রয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগার (১১) এবং কিগন পিটারসন (১৪) রানে খেলছিলেন৷ প্রথম উইকেট তুলে নেন ভারতীয় পেসার মহম্মদ শামি (Mohammed Shami) ৷ ভারত বনাম দক্ষিণ আফ্রিকা  (India vs South Africa) দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে (2nd Day) এই মহম্মদ শামির (Mohammed Shami)  ভূমিকাই ফের একবার বড় হতে চলেছে৷ পাশাপাশি যোগ্য সঙ্গত দিতে হবে দেশের সেরা পেসারের দাবিতে থাকা জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah)৷
সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে ভারতীয় বোলাররা দক্ষিণ আফ্রিকা দলকে দুটি ইনিংসেই ২০০-র কম রানে বেঁধে রেখেছিলেন৷ এছাড়া চার বছর আগে মহম্মদ শামি (Mohammed Shami) এবং জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) জুটি ওয়ান্ডারার্সের মাঠে দক্ষিণ আফ্রিকাকে ১৯৪ ও ১৭৭ রানে অলআউট করে দিয়েছিলেন৷ এই লড়াইতে ভারতের বিরাট কোহলি নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল ৬৩ রানে ম্যাচ জিতেছিল৷
advertisement
advertisement
এতে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)  ৭ ও মহম্মদ শামি  (Mohammed Shami)  ৬ উইকেট পেয়েছিলেন৷ প্রথম ইনিংসে বুমরাহ নিয়েছিলেন ৫ উইকেট আর মহম্মদ শামি দ্বিতীয় ইনিংসে নিয়েছিলেন ৫ উইকেট৷ তবে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন ভুবনেশ্বর কুমার৷ তিনি দুটি ইনিংসে ব্যাট হাতে ৩০ ও ৩৩ রান করেছিলেন এবং ৪ উইকেটও নিয়েছিলেন৷
advertisement
এদিকে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শেষে মহম্মদ সিরাজের মাংসপেশিতে টান ধরে৷ ফলে তাঁকে মাঠ ছেড়ে চলে যেতে হয়৷ ভারতীয় দল আশা করছে তাঁর চোট যেন গুরুতর না হয়৷ যাতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (Ind vs SA) টেস্টের দ্বিতীয় দিনে (2nd Day) তিনি বল করতে পারেন৷ এদিকে দ্বিতীয় টেস্টের (2nd Test) শুরুটা ভালো হয়নি, যেহেতু মাংসপেশিতে চোটের কারণে ম্যাচে খেলতেই পারছেন না অধিনায়ক বিরাট কোহলি৷
বাংলা খবর/ খবর/খেলা/
Ind vs SA: 2nd Day তে ভারতের বড় বাজি শামি-বুমরাহ, ম্যাচ বাঁচাতে জ্বলতেই হবে দুই পেসারকে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement