#কলকাতা: আলু পোস্ত (Aloo Posto) বাঙালি জীবনের অঙ্গ৷ মাস কয়েক আগে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ঝড় তুলেছিলেন স্বল্পবসনা বাঙালি মেয়েরা৷ আকাশের নিচে শাড়ি আর নামমাত্র ব্লাউজে ফুটে উঠেছিল উদ্ভিন্ন যৌবন৷ আর তাতেই আলু পোস্ত রেঁধে একেবারে ভাইরাল ভিডিও (Viral Video) করে ফেলেছিলেন৷ কিন্তু ইউনিক ভিলেজ ফুড (Unique Village Food) নামের প্ল্যাটফর্মে গেলে এখন আর সেই সুপার ভাইরাল আলু পোস্ত ভিডিওটি দেখা যাচ্ছে না৷ এছাড়াও তাঁরা নিজেদের প্ল্যাটফর্মে তার আগেও একাধিক রান্নার রেসিপি আপলোড করেছিলেন তাঁরা৷ সেগুলি এখনও সেই প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে কিন্তু সেই লক্ষ লক্ষ ভিউ হওয়া আলু পোস্ত (Aloo Posto)ভাইরাল ভিডিওটি (Viral Video) আর নেই৷ তবে নতুন এই রেসিপির আজব ভিডিওগুলিও (bizarre)ভাইরাল ভিডিও (Viral Video) হয়েছে৷ Photo Courtesy- Unique Village Food/ Youtube/ Video Grab
হট ভিডিও (Hot Video) ও ভাইরাল ভিডিওগুলি (Viral Video) -র একটি লাল শাক রান্নার ভিডিও৷ সেটাই যিনি রান্না করছেন ইউনিক ভিলেজ ফুড (Unique Village Food) তাঁর নাম বলা হয়েছে মধু৷ তাঁর রান্না করা ভিডিওটি আপলোড হয়েছে ১৫ নভেম্বর৷ ইতিমধ্যেই সেটির ভিউ হয়েছে লক্ষাধিক৷ Photo Courtesy- Unique Village Food/ Youtube/ Video Grab
তবে এই রান্নার ভিডিওগুলি আলু পোস্তর (Aloo Posto) পরে অতটা জনপ্রিয়তা এই রান্নার হট ভিডিও (Hot Video) এখনও পায়নি৷ কারণ এই ভিডিওগুলিতে সাধারণ রান্না রাঁধা হলেও রন্ধনরত মহিলাদের ব্লাউজের কারণেই পপুলার হয়৷ কিন্তু এভাবে রাঁধতে গিয়ে খোলামেলা যৌবন প্রদর্শন অনেকেই অপছন্দ করেন তাই এই ভিডিওগুলিকে তাঁরা আজব (bizarre) বলেন৷ Photo Courtesy- Unique Village Food/ Youtube/ Video Grab