নাইট রাইডার্স ম্যানেজমেন্ট যে চারজন খেলোয়াড়কে ধরে রেখেছে তাদের মধ্যে ফার্গুসন নেই। ফলে নিলামে থাকছেন ফার্গুসন । কিন্তু ফার্গুসনের প্রথম পছন্দ কলকাতা নাইট রাইডার্স। তার মতে গত তিন বছর নাইট শিবিরে থেকেই তিনি ক্রিকেটার হিসেবে অনেক পরিণত হয়েছেন। সম্প্রতি এক সংবাদসংস্থাকে দেওয়া আলাপচারিতায় ফার্গুসন জানিয়েছেন, গত তিন বছরে কেকেআরের সঙ্গে খেলে আমি অনেক কিছু শিখেছি।
advertisement
দেশের বাইরে কঠিন পরিস্থিতিতে কিভাবে চাপ সামলাতে হবে তা আমি শিখেছি। উপমহাদেশে বল করা কতটা আলাদা সেটা আগে জানতাম না। তাই আমি এই তিন বছরে ক্রিকেটার হিসেবে অনেক পরিণত হয়েছি এবং আইপিএলই আমায় পরিণত হতে সাহায্য করেছে। এক্ষেত্রে কেকেআরের বিরাট অবদান রয়েছে। ফার্গুসন আরো বলেন, পরবর্তী আইপিএলের নিলামের কথা যদি বলতে হয়, অবশ্যই আমি কেকেআরেই ফিরে যেতে চাই।
আমি তাদের হয়ে খেলতে ভালোবাসি। গ্রূপের অন্যান্য খেলোয়াড়, সব কোচদের পছন্দ করি। প্রধান কোচ ব্রেন্ডন ম্যাকালাম একজন ব্যাতিক্রমী কোচ। যেভাবে ফ্র্যাঞ্চাইজিকে ম্যানেজমেন্ট পরিচালনা করে তাও ব্যতিক্রমী। ৩০ বছর বয়সী ফার্গুসনের বক্তব্য তিনি সবচেয়ে বেশি খুশি হবেন, যদি কলকাতা নাইট রাইডার্স নিলামে তাকে নেওয়ার জন্য উদগ্রীব হয়।
কিন্তু তিনি জানেন আইপিএলের নিলাম কিভাবে হয়। তার মতে দুটি নতুন দল নিলামে নতুন টুইস্ট আনবে। তাই নিলামের সন্ধ্যা খুব কঠিন হতে চলেছে। প্যাট কামিন্সকেও ছেড়ে দিয়েছে কেকেআর। অস্ট্রেলিয়ান তারকাকে রেকর্ড পরিমাণ টাকা দিয়ে কিনলেও, সেই প্রতিদান ফিরিয়ে দিতে পারেননি তিনি। তাই এবার অস্ট্রেলিয়ান তারকাকে নাইট রাইডার্স দলে রাখবে না, এমন সম্ভাবনা বেশি।
তবে লকি ফার্গুসন যখন সুযোগ পেয়েছেন, কেকেআর জার্সিতে নিজেকে প্রমাণ করেছেন। বিশেষ করে তার গতি পরিবর্তন ব্যাটসম্যানদের কাজ কঠিন করে দেয়। ভারতীয় ফাস্ট বোলারদের মধ্যে প্রসিদ্ধ কৃষ্ণ এবং শিবম মাভিকেও ছেড়ে দিয়েছেন নাইট রাইডার্স। তাদেরও নিলাম থেকে কেনা হতে পারে।