TRENDING:

সৌরভকে প্রকাশ্যে প্রোপোজ অভিনেত্রীর! দাদাগিরির মঞ্চে এবার বিরাট কাণ্ড

Last Updated:

Sourav Ganguly: সৌরভ গঙ্গোপাধ্যায়কে দাদাগিরির মঞ্চে সবার সামনে প্রোপোজ করলেন অভিনেত্রী সায়ন্তনী নন্দী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: তাঁকে অনেকেই পছন্দ করেন। বাঙালির গর্ব তিনি। তবে এমনভাবে তাঁকে প্রকাশ্যে প্রোপোজ করার সাহস বোধ হয় এর আগে কেউ দেখাননি। সৌরভ গঙ্গোপাধ্যায়কে খোলামেলা প্রোপোজ এক অভিনেত্রীর।
advertisement

অভিনেত্রী সায়ন্তনী নন্দী দাদাগিরির মঞ্চে এসে সৌরভকে প্রকাশ্যে জানালেন মনের কথা। বললেন, সারা পৃথিবীতে তোমার যত ফ্যান আছে, তার মধ্য়ে আমি এক নম্বর। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। তুমিই আমার প্রথম প্রেম। তুমি আমার ক্রাশ। তার পর একদিন পেপারে দেখলাম, সৌরভ গঙ্গোপাধ্যায় রেজিস্ট্রি ম্যারেজ করছে। হৃদয় ভেঙে খান খান হয়েছিল আমার সেদিন।

advertisement

আরও পড়ুন- MS Dhoni: এখনও কত বছর আইপিএল খেলতে পারেন এমএস ধোনি? বড় কথা জানালেন সিএসকে তারকা

এদিন নিজের জেলা জলপাইগুড়ির হয়ে প্রতিনিধিত্ব করছিলেন সায়ন্তনী। তিনি জানান, জীবনে ‘ডুপ্লিকেট সৌরভ’ খুঁজে বের করেছিলেন তিনি। অবিকল নাকি সৌরভের মতোই দেখতে সেই ব্যক্তিকে। এমনটাই দাবি করলেন সেই অভিনেত্রী।

দাদাগিরির মঞ্চে সৌরভের জন্য সায়ন্তনী বললেন, বিশ্বাস করো, ওর শুধু হাইটটাই তোমার মতো নয়। বাকি সবেতেই মিল আছে। ভেবেছিলাম ওই ডুপ্লিকেট দিয়েই কাজ চালিয়ে নেব। আমরা বন্ধুরা তো ওকে সৌরভ গাঙ্গুলি বলেই ডাকতাম।

advertisement

১৯৯৬ সালের অগাস্ট মাসে ডোনার সঙ্গে আইনি বিয়ে সেরে ফেলেন সৌরভ। পাশের বাড়ির মেয়ের সঙ্গে প্রেম, তার পর বহু বাধা পেরিয়ে বিয়ে। সৌরভের লাভ স্টোরি কোনও সিনেমার থেকে কম নয়।

আরও পড়ুন- নতুন ফিনিশার কোটিপতি রিঙ্কু সিং, তারকার বাবা তবু বয়ে বেড়ান গ্যাস সিলিন্ডার!

সেরা ভিডিও

আরও দেখুন
দেখতে সাধারণ, স্বাদে লাজবাব, বাজারেও ব্যাপক চাহিদা! এবার পুকুরেই চাষ হবে 'এই' মাছ
আরও দেখুন

আর কিছুদিনের মধ্যেই সৌরভের বায়োপিক-এর শুটিং শুরু হবে। সেখানে নিশ্চয়ই সৌরভ-ডোনার প্রেমের এপিসোড থাকবে। সেই বায়োপিক-এর জন্য সবাই সৌরভ ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

বাংলা খবর/ খবর/খেলা/
সৌরভকে প্রকাশ্যে প্রোপোজ অভিনেত্রীর! দাদাগিরির মঞ্চে এবার বিরাট কাণ্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল