Cricket: নতুন ফিনিশার কোটিপতি রিঙ্কু সিং, তারকার বাবা তবু বয়ে বেড়ান গ্যাস সিলিন্ডার! ভাইরাল ভিডিও

Last Updated:

একদিকে রিঙ্কুর পারফর্মন‍্যান্স নিয়ে চলছে জোর চর্চা, তার মাঝেই ভাইরাল রিঙ্কুর বাবার একটি ভিডিও।

অভিষেকের পর থেকেই রিঙ্কু সিং আন্তর্জাতিক ক্রিকেটে ঝড় তুলেছেন। তাঁর বিধ্বংসী ব‍্যাটিংয়ে মুগ্ধ গোটা দেশ। আইপিএলেও কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)-এর হয়ে খেলেন রিঙ্কু। পাশাপাশি রিঙ্কুকে গত বছর ইন্ডিয়া কল-আপ পুরস্কার দিয়ে পুরস্কৃত করা হয়েছিল। একদিকে রিঙ্কুর পারফর্মন‍্যান্স নিয়ে চলছে জোর চর্চা, তার মাঝেই ভাইরাল রিঙ্কুর বাবার একটি ভিডিও।
সম্প্রতি, একটি ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে রিঙ্কু সিংয়ের বাবা খনচন্দ সিং এলপিজি গ‍্যাস সিলিন্ডার তোলার কাজ করছেন। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আলিগড়ে। খনচন্দ সিংকে একটি ছোট ট্রাকে এলপিজি সিলিন্ডার লোড করতে দেখা যায়।
advertisement
advertisement
সম্প্রতি এক সংবাদমাধ‍্যমকে দেওয়া সাক্ষাত্‍কারে রিঙ্কু সিং জানিয়েছিলেন যে তিনি সফল ক্রিকেটার হওয়ার বাবাকে বিশ্রাম নিতে বললেও বাবা রাজি নন। রিঙ্কুর কথায়, ‘‘আমি বাবাকে বলেছি আমাদের কাছে এখন যথেষ্ট রয়েছে, সিলিন্ডার তুলতে হবে না তোমায় আর। কিন্তু উনি এখনও সেই কাজ করেন। এবং কাজ করতে ভালবাসেন।’’
প্রসঙ্গত রিঙ্কু সিং আইপিএল ২০২৪ এও কেকেআর-এর হয়ে খেলবেন। ৫৫ লক্ষ টাকা দিয়ে কেকেআর ধরে রেখেছে রিঙ্কু সিংকে। কেকেআর-এর হয়ে প্রথম রিঙ্কু খেলেছেন ২০১৮ সালে। তখন তাঁকে ৮০ লক্ষ টাকা দিয়ে রেখেছেন।
বাংলা খবর/ খবর/খেলা/
Cricket: নতুন ফিনিশার কোটিপতি রিঙ্কু সিং, তারকার বাবা তবু বয়ে বেড়ান গ্যাস সিলিন্ডার! ভাইরাল ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement