TRENDING:

Kohli Gambhir Fight: কোহলি সম্পর্কে তাঁর কী ধারণা, পুরনো ভিডিওতে গম্ভীরের মন্তব্য ঘিরে তোলপার নেট দুনিয়া

Last Updated:

Kohli Gambhir Fight: ফের একবার আইপিএলের মঞ্চে বিরাট কোহলির বনাম গৌতম গম্ভীর দ্বন্দ্ব। তাদের 'শত্রুতার' যেন কেনও শেষ নেই। লখনউতে এলএসজি বনাম আরসিবি ম্যাচ শেষে কোহলি ও গম্ভীরের ঝামেলা থামাতে হিমসিম খায় দুই দলের ক্রিকেটাররা। এবার পুরনো ভিডিওর মাধ্যমে জানা গেল কোহলি সম্পর্কে গম্ভীরের কী ধারণা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
এক দশকেরও বেশি পুরনো বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের মধ্যে দ্বন্দ্ব। কিন্তু এই গম্ভীরই এক সময় তিনি যখন ভারতীয় দলের সিনিয়র ক্রিকেটার নিজের ম্যান অফ দ্যা ম্যাচের পুরস্কার তুলে দিয়েছিলেন তরুণ কোহলির হাতে। দুজনের সম্পর্কের শুরুটা খারাপ দিয়ে হয়নি। কিন্তু ২০১৩ সালের আইপিএলে কেকেআর বনাম আরসিবি ম্যাচে প্রথম ঝামেলায় জড়ানোর পর থেকে আর দুই দিল্লির ক্রিকেটারের সম্পর্কের বাঁধনটা ক্রমেই আলগা হতে থাকে। আর বর্তমানে একে অপরের চরম শত্রু বললেও কম হবে। বিশেষ করে আইপিএল ২০২৩-এর আরসিবি বনাম এলএসজি ম্যাচ শেষে যে বেনজির ঝামেলায় জড়িয়েছেন কোহলি-গম্ভীর।
advertisement

এক জন প্রাক্তন, অপর জন বর্তমান, দুই তারকার ক্রিকেটারের ঝামেলা নিয়ে উত্তাল নেট দুনিয়া। কোহলি ও গম্ভীর সমর্থকরা উভয়ই তাদের প্রিয় তারকার সমর্থনে নানা যুক্তি দিচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সামনে উঠে আসছে একের পর এক পুরনো ভিডিও। এমনই একটি ভিডিও ফের নেট দুনিয়ায় ঝড় তুলেছে।  একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে গৌতম গম্ভাীরের দেওয়া সাক্ষাৎকারের ওই ভিডিও। যেখানে গৌতম গম্ভীরকে দেখা গিয়েছে বিরাট কোহলি সম্পর্কে তাঁর কী ধারণা, নিজের সম্পর্কেও কী মনে করেন, এছাড়া কোহলির সঙ্গে তার সম্পর্ক নানা বিষয়ে মতামত ব্যক্ত করেছেন গম্ভীর।

advertisement

ভিডিওতে গম্ভীর কোহলির সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়ে প্রশ্নে অকপট উত্তর দেন। বলেন,”আমি শুধু একটা জিনিস পরিষ্কার করতে চাই। আপনি যখন প্রতিপক্ষের বিরুদ্ধে খেলছেন, যখন আপনি একে অপরের বিরুদ্ধে খেলছেন তখন আপনাকে আপনার দলের জন্য আক্রমণাত্মক হতে হবে। একজন নেতা হিসেবে আপনি যদি চান আপনার দল আক্রমণাত্মক হোক, আপনাকেও আক্রমণাত্মক হতে হবে। আমরা সকলেই চাই আমাদের দলও মাঠে সেইভাবেই পারফর্ম করবে যেভাবে আমি করি। আমরা দুজনেই আক্রমণাত্মক ব্যক্তি। এবং উত্সাহী ব্যক্তি। দুজনেই আবেগতাড়িত। কারণ আমরা আমাদের নিজ নিজ দলের জন্যও ভাল করতে চাই।”

advertisement

এছাড়াও গৌতম গম্ভীর ওই ভিডিওতে বলতে শোনা যায়,”আবার…আগামীকাল যদি আমি বিরাটের বিরুদ্ধে খেলি, এবং যদি আমাকে আক্রমণাত্মক হতে হয়, আমি আক্রমণাত্মক হব। এটাই আমার ব্যক্তিত্বের ধরন, এবং সেইভাবেই আমি খেলতে চাই। আমি তার কাছ থেকেও তাই আশা করি”। তবে মাঠের বাইরে তাদের সম্পর্ক নিয়ে গম্ভীর বলেছেন,”আমরা বেশ ভালো বন্ধু। আমরাও বেশ ভালো বন্ধু থাকতেও চাই, কিন্তু ক্রিকেট মাঠে নয়। মাঠের বাইরে, আমরা অনেক কিছু নিয়ে আড্ডা দিতে পারি এবং অন্যান্য অনেক বিষয়েও আলোচনা করতে। কিন্তু ক্রিকেট মাঠে বিষয়টি সিরিয়াস।” গৌতম গম্ভীররের এই পুরনো ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে সেখানে নেটিজেনরা নানা রকম মন্তব্যও করেছেন। “আশা করি তেমনটাই হবে”, অপর একজন নেটাগরিক লিখেছেন “কিন্তু গতকাল বিষযটি উল্টো ছিল । ম্যাচ হারার পর গম্ভীর তার ঠাণ্ডা মেজাজ হারান”।

advertisement

আরও পড়ুনঃ পরিবারকে আক্রমণ! অকথ্য গালি! কোহলি-গম্ভীর ‘লড়াই’-এর সময় কী বলেছিলেন একে অপরকে, ফাঁস হল রহস্য

আরও পড়ুনঃ Lionel Messi Suspended: মেসিকে চরম শাস্তি দিল পিএসজি, তাহলে কী ফরাসী ক্লাবের সঙ্গে এবার সম্পর্ক শেষ!

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রসঙ্গত, ইতিমধ্যেই আরসিবি ও এলএসডি ম্যাচ শেষে ঝামেলার ঘটনায় বিরাট কোহলি, গৌতম গম্ভীর ও নবীন উলল হককে শাস্তি দিয়েছেন বিসিসিআই ও আইপিএল গভর্নিং কাউন্সিল। বিরাট এবং গম্ভীরের পুরো ম্যাচ ফি কেটে নেওয়া হয়েছে। ৫০ শতাংশ ম্যাচ ফি কাটা হয়েছে নবীন উল হকের। ভবিষ্যতে এমন ঝামেলায় ফের জড়াল আরও কঠিন শাস্তিও হতে পারে বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের। দুই সিনিয়র ক্রিকেটারের এমন আচরণের সমালোচনা করেছেন প্রাক্তন ক্রিকেটাররা।

বাংলা খবর/ খবর/খেলা/
Kohli Gambhir Fight: কোহলি সম্পর্কে তাঁর কী ধারণা, পুরনো ভিডিওতে গম্ভীরের মন্তব্য ঘিরে তোলপার নেট দুনিয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল