Lionel Messi Suspended: মেসিকে চরম শাস্তি দিল পিএসজি, তাহলে কী ফরাসী ক্লাবের সঙ্গে এবার সম্পর্ক শেষ!

Last Updated:

Lionel Messi Suspended: মেসির সৌদি আরব সফরে চটে লাল পিএসজি কর্তৃপক্ষ। দলের অনুশীলনে যোগ না দেওয়ায় মেসির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে ফরাসী ক্লাব তা শোনা যাচ্ছিল। ক ফরাসী সংবাদ মাধ্যমগুলির দাবি অনুযায়ী তা বাস্তবে পরিণত করল পিএসজি।

লিওনেন মেসি
লিওনেন মেসি
প্যারিস: পিএসজি কর্তৃপক্ষকে না জানিয়ে সৌদি আরবে গিয়ে আগেই বিতর্কে জড়িয়েছিলেন লিওনেল মেসি। জল্পনা রটেছিল রোনাল্ডোর পর তিনিও সৌদির ক্লাবের দিকে রেকর্ড অর্থে পা বাড়াতেই মরুদেশে গিয়েছেন লিও। যদিও পরে জানা যায় অন্য কারণ। সৌদি আরবে মেসি গিয়েছেন সে দেশের সরকারের আমন্ত্রণে। কারণ সৌদি আরবের ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মেসি। তারই একটি বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য সপরিবারে গিয়েছেন মেসি। কিন্তু সৌদি সফরে গিয়ে এবার শাস্তির মুখে পড়লেন মেসি।
কিন্তু মেসির সৌদি আরব সফরে চটে লাল পিএসজি কর্তৃপক্ষ। দলের অনুশীলনে যোগ না দেওয়ায় মেসির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে ফরাসী ক্লাব তা শোনা যাচ্ছিল। একাধিক ফরাসী সংবাদ মাধ্যমগুলির দাবি অনুযায়ী ২ সপ্তাহের জন্য সাসপেন্ড করা হয়েছে মেসিকে। যেই খবর প্রকাশ্যে আসার পর আলোড়ন তৈরি হয়েছে ফুটবল বিশ্বে। কারণ মেসির মত মহাতারকা সাসপেন্ড হওয়া মানে তা ফুটবলের সবথেকে বড় ব্রেকিং। জানা গিয়েছে এই সাসপেনশনের সময়কালে ম্যাচ খেলা তো দুরস্ত ক্লাবের অনুশীলনে পর্যন্ত যোগ দিতে পারবেন না আর্জেন্টাইন মহাতারকা।
advertisement
মেসির ঘনিষ্ঠ মহলের দাবি, ক্লাবের হঠাৎ অনুশীলনের দিন ফেলা সম্পর্কে মেসি আগে থেকে জানতেন না। কারণ মেসি জানতেন লরিয়েঁ ম্যাচের পর ২ দিন ছুটি রয়েছে। সেই সুযোগেই পরিবার সহ সৌদিতে গিয়ে সেদেশের ট্যুরিজমের বিজ্ঞাপন সংক্রান্ত কাজ মিটিয়ে নিতে চেয়েছিলেন মেসি। কিন্তু ক্লাব হঠাৎ অনুশীলন রাখে। মেসির অনুশীলনে যোগ না দেওয়াটা ভালোভাবে নেয়নি ক্লাব কর্তৃপক্ষ। তাই মেসির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
advertisement
advertisement
যদি সত্যিই মেসি শেষ পর্যন্ত সাসপেন্ড হন তাতে ফরাসী ক্লাবের সঙ্গে বিশ্বজয়ীর সম্পর্ক যে আরও খারাপ হবে তা বলার অপেক্ষা রাখে না। এমনিতেই আগামি মরসুমে মেসি পিএসজিতে থাকবেন কিনা তা নিয়ে জল্পনা চলছে। বার্সোলেনো, মেজর লিগ সকারের ক্লাব, সৌদির ক্লাব মেসিকে নেওয়ার জন্য মরিয়া। এই পরিস্থিতিতে মেসির সাসপেনশনের খবর প্রশ্ন তুলে দিচ্ছে আর কী পিএসজির জার্সি গায়ে চাপাবেন মেসি?
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Lionel Messi Suspended: মেসিকে চরম শাস্তি দিল পিএসজি, তাহলে কী ফরাসী ক্লাবের সঙ্গে এবার সম্পর্ক শেষ!
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement