পরিবারকে আক্রমণ! অকথ্য গালি! কোহলি-গম্ভীর 'লড়াই'-এর সময় কী বলেছিলেন একে অপরকে, ফাঁস হল রহস্য

Last Updated:

Virat Gambhir Fight: ফের একবার আইপিএলের মঞ্চে বিরাট কোহলির বনাম গৌতম গম্ভীর দ্বন্দ্ব। তাদের 'শত্রুতার' যেন কেনও শেষ নেই। লখনউতে এলএসজি বনাম আরসিবি ম্যাচ শেষে কোহলি ও গম্ভীরের ঝামেলা থামাতে হিমসিম খায় দুই দলের ক্রিকেটাররা। এবার জানা গেল কী কথা হয়েছিল বিরাট ও গম্ভীরের মধ্যে।

লখনউ: বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের মধ্যে ঝামেলার পর কেটে গিয়েছে ২ দিন। এখনও এই বিষয় নিয়ে আলোচনা, সমালোচনা চলছে ভারতীয় ক্রিকেট মহলে। তোলপার হচ্ছে নেট দুনিয়া। বিরাট কোহলি, গৌতম গম্ভীর ও নবীন উল হকের ম্যাচ ফি কেটে শাস্তি দেওয়া হয়েছে। কিন্তু আরও কঠিন শাস্তির দাবি তুলছেন অনেকেই। মাঠের বাইরে এখনও নাম না একে-অপরকে খোঁচা দিয়ে চলেছেন বিরাট-নবীনরা। এমন পরিস্থিতিতে সকলের জানার আগ্রহ একটাই ছিল আরসিবি বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচে ঠিক কী কথা হয়েছিল কোহলি ও গম্ভীরের মধ্যে। অবশেষে জানা গেল বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের 'লড়াই'-এর সময় কী কথা হয়েছিল। আর তা জানালেন এক প্রত্যক্ষদর্শী।
সংবাদসংস্থা পিটিআইয়ের দাবি অনুযায়ী ওই প্রত্যক্ষদর্শী সেই সময় ডাগআউটেই উপস্থিত ছিলেন। তিনি জানিয়েছেন,খেলে শেষে হাত মেলানোর সময় লখনউয়ের ক্রিকেটার কাইল মেয়ার্স কথা বলছিলেন বিরাট কোহলির সঙ্গে। তা ভিডিওতে আমাদের সকলেরই দেখা। সেই সময় এন্ট্রি নেন গৌতম গম্ভীর। ওই প্রত্যক্ষদর্শী জানিয়েছেন,কোহলি কেন ক্রমাগত গালি দিচ্ছেন তা জানতে চান মেয়ার্স। পাল্টা কোহলি বলেন, কেন মেয়ার্স তাঁর দিকে তাকাচ্ছেন। পরিস্থিতি খারাপ দিকে যেতে পারে বুঝতে পেরে গম্ভীর গিয়ে মেয়ার্সকে টেনে অন্যদিকে নিয়ে যান। সেই সময় কোহলিকে কিছু বাজে মন্তব্য করে ও তারপরই পরিস্থিত উত্তপ্ত হয় ওঠে। এমনটাই জানিয়েছে ওই প্রত্যক্ষদর্শী।
advertisement
এরপরের ভিডিও সকলেই দেখেছে। বিরাট ও গম্ভীরের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। দুজন একে অপরের দিকে তেড়ে যান। আঙুল উচিয়ে আক্রমণ করেন একে অপরকে। সেই সময় কোহলি ও গম্ভীরের মধ্যে কী কথা হয়েছিল তা জানাতে গিয়ে ওই প্রত্যক্ষদর্শী বলেছেন, ‘গৌতম জিজ্ঞেস করেন, কি বলছিলি, বল? বিরাট উত্তর দেন, আমি কিছুই বলিনি, তুমি কেন এর মধ্যে ঢুকছো?' উত্তরে গৌতম বলেন,'তুই আমার খেলোয়াড়কে গালি দিয়েছিস মানে, আমার পরিবারকে গালি দিয়েছিস।' আর বিরাটের উত্তর ছিল,'তা হলে তুমি তোমার পরিবারকে সামলে রাখো। দুই ক্রিকেটারকে একে অপরের থেকে দূরে সরানোর আগে গম্ভীর বলেছিলেন, তা হলে এখন তুই আমাকে শেখাবি।’ এরপর দুই দলের ক্রিকেটার ও কোচিং স্টাফরা গিয়ে পরিস্থিত নিয়ন্ত্রণে আনে।
advertisement
advertisement
ইতিমধ্যেই এই ঘটনায় বিরাট কোহলি, গৌতম গম্ভীর ও নবীন উলল হককে শাস্তি দিয়েছেন বিসিসিআই ও আইপিএল গভর্নিং কাউন্সিল। বিরাট এবং গম্ভীরের পুরো ম্যাচ ফি কেটে নেওয়া হয়েছে। ৫০ শতাংশ ম্যাচ ফি কাটা হয়েছে নবীন উল হকের। ভবিষ্যতে এমন ঝামেলায় ফের জড়াল আরও কঠিন শাস্তিও হতে পারে বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের। দুই সিনিয়র ক্রিকেটারের এমন আচরণের সমালোচনা কেছেন প্রাক্তন ক্রিকেটাররা।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
পরিবারকে আক্রমণ! অকথ্য গালি! কোহলি-গম্ভীর 'লড়াই'-এর সময় কী বলেছিলেন একে অপরকে, ফাঁস হল রহস্য
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement