আরও পড়ুন– গাড়ির সিটবেল্টে রয়েছে গোপন বোতাম, এর কি কাজ জানেন?
ম্যানেজমেন্ট তাঁকে পরীক্ষা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে। তবে মনে করা হচ্ছে প্রথম দিন থেকেই মাঠে নামতে পারবেন অধিনায়ক। চোটের কারণে গত বছর আইপিএল খেলতে পারেনি শ্রেয়স আইয়ার। বিশ্বকাপের আগে বার্ষিক চুক্তি থেকে করা শ্রেয়সের কাছে আইপিএল গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে একান্ত যদি শুরুতে শ্রেয়স মাঠে নামতে না পারেন সেক্ষেত্রে নেতৃত্ব দেবেন নীতিশ রানা। গতবারের নাইট রাইডার্স অধিনায়কের সঙ্গে প্রথম দিন দীর্ঘক্ষণ আলোচনা করেন মেন্টর গম্ভীর। অন্যদিকে আরও একটি ভাল খবর কেকেআর শিবিরে ৷ আইপিএলের এবারের সবচেয়ে দামি ক্রিকেটার মিচেল স্টার্ক, ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় অস্ট্রেলিয়ার বাঁ হাতি তারকা ক্রিকেটারকে কিনেছে কেকেআর। সেই তারকা রবিবারই শহরে চলে আসছেন। সোমবার থেকে অনুশীলনে থাকবেন স্টার্ক।
advertisement
আরও পড়ুন– দেশের পাঁচ রাজ্যে মদ্যপান সম্পূর্ণ নিষিদ্ধ, জেনে নিন কোন কোন রাজ্য সেই তালিকায় রয়েছে
এ ছাড়াও শনিবার সকালে টিমের সঙ্গে যোগ দিলেন ক্যারিবিয়ান দুই তারকা সুনীল নারিন ও আন্দ্রে রাসেল। আফগানিস্তানের দুই তারকা মুজিবুর রহমান এবং গুরবাজ সোমবার দলের সঙ্গে যোগ দেবেন। সোমবার সন্ধ্যাবেলা টিম হোটেলে কেকেআরের জার্সি লঞ্চ অনুষ্ঠান। গোটা টিম সেখানে উপস্থিত থাকবে বলে খবর। কলকাতার প্রথম দিনের অনুশীলনে একমাত্র বিদেশি হিসেবে উপস্থিত ছিলেন ইংল্যান্ডের ফিল সল্ট। জেসন রয়ের বদলি হিসেবে দিন কয়েক আগেই সল্টের নাম ঘোষণা করে ম্যানেজমেন্ট। এদিন অনুশীলনে ভারতীয়দের মধ্যে উপস্থিত ছিলেন রিঙ্কু সিং, ভেঙ্কাটেশ আইয়ার-সহ প্রায় প্রত্যেকেই। যদিও নাইটদের ছক্কা অনুশীলনে বৃষ্টি বাধা হয়।
ঘণ্টা তিনেকের অনুশীলনের কথা থাকলেও দেড় ঘণ্টাতেই গুটিয়ে ফেলতে হয় প্রথম দিনের অনুশীলন। তবে চলতি আইপিএলে আরও আগ্রাসী ক্রিকেট খেলতে চান গম্ভীর, তা প্রথম দিনের অনুশীলনেই স্পষ্ট। তাই কেকেআরের অনুশীলনে শুরু থেকেই ব্যাটিং তাণ্ডব। প্র্যাকটিস নেটে স্টেপ আউট করে ছয় মারার অনুশীলন করলেন রিঙ্কু সিং, ভেঙ্কটেশ আইয়াররা। স্পিনারদের সঙ্গে জোরে বোলারদের বিরুদ্ধেও চলল একই ধরনের অনুশীলন। প্রত্যেক ক্রিকেটারদের ব্যাটিং অনুশীলন নেটের সামনে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করলেন প্রাক্তন আইপিএল জয়ী অধিনায়ক গৌতম গম্ভীর।
আইপিএল ২০২৪ | পয়েন্ট টেবিল | রেজাল্ট | খবর ।