আইপিএল পয়েন্ট টেবিল ২০২৫
Team | Match | Won | Lost | Tie | Run Rate | Point | Net Run Rate |
---|
Punjab Kings | 14 | 9 | 4 | 0 | 1 | 19 | +0.372 |
Royal Challengers Bengaluru | 14 | 9 | 4 | 0 | 1 | 19 | +0.301 |
Gujarat Titans | 14 | 9 | 5 | 0 | 0 | 18 | +0.254 |
Mumbai Indians | 14 | 8 | 6 | 0 | 0 | 16 | +1.142 |
Delhi Capitals | 14 | 7 | 6 | 0 | 1 | 15 | +0.011 |
Sunrisers Hyderabad | 14 | 6 | 7 | 0 | 1 | 13 | -0.241 |
Lucknow Super Giants | 14 | 6 | 8 | 0 | 0 | 12 | -0.376 |
Kolkata Knight Riders | 14 | 5 | 7 | 0 | 2 | 12 | -0.305 |
Rajasthan Royals | 14 | 4 | 10 | 0 | 0 | 8 | -0.549 |
Chennai Super Kings | 14 | 4 | 10 | 0 | 0 | 8 | -0.647 |
আইপিএল পয়েন্ট টেবিল: আইপিএল একদিকে যেমন ২২ গজে চার-ছয়ের ফুলঝুরি ঝরায়। ঠিক তেমনই গোটা মরশুম জুড়ে চলে চলে পয়েন্ট টেবিলের সাপ লুডোর লড়াই। প্রতি ম্যাচ জিতলে পাওয়া যায় ২ পয়েন্ট করে। এই পয়েন্টের নিরিখে যেই দুই লিগ রাউন্ডের শেষে সবার উপরে থাকে, তারা প্লে অফ খেলার সুযোগ পায়। বাকি ৩ ও ৪ নম্বর দল খেলে এলিমিনেটর। অর্থাৎ পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ে থাকা দল ফাইনালে ওঠার জন্য দুটি সুযোগ থাকে। প্রথমে এক ও দু’নম্বর দলের প্লে অফ ম্যাচে যে জেতে সে সরাসরি চলে যায় ফাইনালে। অপরদিকে, ৩ ও ৪ নম্বর দলের এলিমিনেটরে যে দল জেতে তার সঙ্গে খেলা হয় প্লে অফের পরাজিত দলের সঙ্গে। দ্বিতীয় এলিমিনেটরে এই দুই দলের মধ্যে যে জেতে, সে ফাইনালের টিকিট পাকা করে। ফলে আইপিএল প্রতিযোগিতায় পয়েন্ট টেবিলটা খুব গুরুত্নপূর্ণ। শুধু ম্যাচ জেতা বা হারা নয়, সঙ্গে নেট রানরেটও আপনার দলের ভাগ্য বদলে দিতে পারে। আগামী ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল ২০২৫। প্রতিযোগিতার ১৭তম মরশুমে এবার আরও একবার পয়েন্ট টেবিলের জমজমাট, হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমিরা।