গাড়ির সিটবেল্টে রয়েছে গোপন বোতাম, এর কি কাজ জানেন?

Last Updated:

Button on Seat Belt reason: চালক বা যাত্রীর চোখের সামনেই রয়েছে। অথচ এটা সম্পর্কে পুরোপুরি অবগত নন অনেকেই।

গাড়ির সিটবেল্টে রয়েছে গোপন বোতাম, এর কি কাজ জানেন? (Photo: Canva)
গাড়ির সিটবেল্টে রয়েছে গোপন বোতাম, এর কি কাজ জানেন? (Photo: Canva)
কলকাতা: গাড়ি চালানোর সময় সিট বেল্ট পরতেই হবে। নাহলে জরিমানা। আসলে সিট বেল্টই দুর্ঘটনার হাত থেকে যাত্রীকে রক্ষা করে। তবে এর সঙ্গে সম্পর্কিত খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে, যা সম্ভবত খুব কম লোকই জানেন।
এ এক রহস্য। চালক বা যাত্রীর চোখের সামনেই রয়েছে। অথচ এটা সম্পর্কে পুরোপুরি অবগত নন অনেকেই। সেটা কী? গাড়ির সিট বেল্টে একটা গোপন বোতাম থাকে। এটা খুব দরকারি। কিন্তু হলফ করে বলা যায়, এই বোতাম সম্পর্কে অধিকাংশ মানুষ কিছুই জানেন না।
advertisement
advertisement
ডেইলি স্টার নিউজ ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি @epiccfacts নামের টিকটক অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেই ভিডিওতে সিট বেল্টের এই গোপন বোতাম এবং তার কাজ সম্পর্কে বিস্তারিতভাবে জানিয়েছেন ওই টিকটক ইউজার।
(Photo Courtesy: Youtube/Cj) (Photo Courtesy: Youtube/Cj)
সিট বেল্টের এই বোতামের কাজ খুব সহজ। খুঁটিয়ে দেখলে সহজে বোঝাও যায়। কিন্তু তারপরেও এটা সম্পর্কে অনেকেই জানেন না। আসলে এই বোতামটাই সিট বেল্টকে আটকে রাখে, পিছনে যেতে বাধা দেয়।
advertisement
সিট বেল্টে বোতাম কেন: সিট বেল্টে একটা চওড়া ফিতে লাগানো থাকে। সিটে বসে যাত্রী যখন সিট বেল্টটা টেনে পাশের খাপে ঢোকান তখন কোণাকুনিভাবে ফিতেটা আটকে যায়। কিন্তু খোপ থেকে বের করলেই ফিতে আলগা হয়ে যায়। তখন পিছলে পিছন দিকে সরে যায়। বারবার খোলাপরায় যাতে অসুবিধা না হয়, তার জন্যই সিল্ট বেল্টে এই ছোট বোতাম দেওয়া হয়েছে। এটা চাপলেই ফিতেটা আর পিছন দিকে যাবে না। সামনে টাইট হয়ে থাকবে। এর ফলে সিট বেল্ট লাগাতে অসুবিধা হয় না।
advertisement
এই ভিডিওটি প্রায় এক বছর আগে Cj নামের একটি ইউটিউব চ্যানেলও পোস্ট করেছিল। তারাও একই কথা জানিয়েছে। গাড়ির কথা যখন হচ্ছেই তখন ড্যাশবোর্ডের একটি বিশেষ চিহ্ন সম্পর্কেও বলে রাখা ভাল। এটাও জানা জরুরী। অনেক কাজে লাগবে। ড্যাশবোর্ডে পেট্রোল ট্যাঙ্ক এবং একটা তীরের ছবি থাকে। এটা আর কিছুই নয়, তীর বলে দেয় গাড়ির পেট্রোল ট্যাঙ্ক কোনদিকে রয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
গাড়ির সিটবেল্টে রয়েছে গোপন বোতাম, এর কি কাজ জানেন?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement