আন্তর্জাতিক বিমানের মতোই দূরত্ব অতিক্রম করে, জানুন বিশ্বের দীর্ঘতম ডোমেস্টিক ফ্লাইটের রুটগুলি
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
World Longest Domestic Flights Routes: বিশ্বের দীর্ঘতম ডোমেস্টিক বিমান রুট কোনগুলি ? দেখে নিন তালিকা ৷
advertisement
এয়ার তাহিতি নুই, পাপিতি থেকে প্যারিস চার্লস ডি গল: (Air Tahiti Nui: Papeete - Paris Charles de Gaulle): ২০২০ সাল করোনা মহামারীর বছর। বিমান পরিষেবায় একাধিক পরিবর্তনের সাক্ষী। সে বছরের ১৫ মার্চ এয়ার তাহিতি নুই মহামারী সংক্রান্ত বিধিনিষেধের কারণে লস অ্যাঞ্জেলসে অবতরণ না করে সরাসরি পাপিতি থেকে ফ্রান্সের প্যারিসে পৌছয়। ১৬ ঘণ্টা ২৬ মিনিটে মোট ১৫,৭১৫ কিমি অতিক্রম করে রেকর্ড গড়ে এয়ার তাহিতি নুই।
advertisement
সেন্ট ডেনিস থেকে প্যারিস (Saint-Denis- Paris): এয়ার ফ্রান্স এএফ ৬৪৭ এবং এয়ার অস্ট্রাল ইউইউ ৯৭১/৯৭৫ সেন্ট-ডেনিস রিইউনিয়ন থেকে প্যারিস সিডিজি-তে অবতরণ করে। ১১ ঘণ্টা ৪০ মিনিটে অতিক্রম করে ৯,৩৪৯ কিমি-র দূরত্ব। একই রুটে এয়ার ফ্রান্স, কর্সাইর এবং ফ্রেঞ্চ বি সেন্ট ডেনিস থেকে প্যারিসের ওরলি যায় ১২ ঘণ্টা ৫ মিনিটে। অতিক্রম করে ৯৩৩৭ কিমি পথ।
advertisement
advertisement
বিশ্বের দীর্ঘতম ফ্লাইট বললে মস্কো শেরমেতিয়েভো-পেত্রোপাভলভস্ক- বিশ্বের সবচেয়ে দূরের ডোমেস্টিক ফ্লাইটের রুটগুলির মধ্যে এটি অন্যতম ৷ রাশিয়ার Aeroflot SU 1730 বিমান মস্কোর শেরমেতিয়েভো বিমানবন্দর থেকে উড়ে পেত্রোপাভলস্ক পর্যন্ত যায় সবমিলিয়ে ৬,৮৭৫ কিমি ৷ ফ্লাইট টাইম সবমিলিয়ে ৮ ঘণ্টা ২৭ মিনিটের ৷
advertisement
advertisement
advertisement