Skin Care Tips: গরমকাল তো প্রায় এসেই গেল; ত্বকের যত্ন নেওয়ার জন্য কী কী করণীয়? দেখে নিন একঝলকে
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Summer Skin Care Tips: অথচ গরমকালে ত্বকের যেটা সবথেকে প্রয়োজন, সেটা হল সতেজতা। তাই গ্রীষ্মকালীন স্কিনকেয়ার সংক্রান্ত কিছু টিপস সম্পর্কে আলোচনা করে নেওয়া যাক।
গরমকাল তো প্রায় চলেই এল। এই সময় ত্বকের যত্ন নেওয়া আবশ্যক। বাজারে বিভিন্ন রকম স্কিনকেয়ার প্রডাক্ট পাওয়া যায়। আর প্রত্যেকটাই নিখুঁত নিদাগ ত্বকের প্রতিশ্রুতি দেয়। অথচ গরমকালে ত্বকের যেটা সবথেকে প্রয়োজন, সেটা হল সতেজতা। তাই গ্রীষ্মকালীন স্কিনকেয়ার সংক্রান্ত কিছু টিপস সম্পর্কে আলোচনা করে নেওয়া যাক। Model: Angel Gurung
advertisement
advertisement
advertisement
advertisement
সিরামের ব্যবহার: ক্লিনজিংয়ের পর ব্যবহার করতে হবে সিরাম। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর কোনও সিরাম হলে ভাল হয়। ব্যবহার করা যেতে পারে ভিটামিন সি যুক্ত ফেস সিরাম। ভিটামিন সি ত্বকের জন্য কতটা ভাল, সেটা তো আমরা জানিই! কারণ ত্বকের ঔজ্জ্বল্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ভিটামিন সি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
ITC Dermafique-এর স্কিন এক্সপার্ট ডাঃ অপর্ণা সান্থানম বলেন, ‘‘ স্নানের সময় কিছু জিনিস মাথায় রাখা প্রয়োজন ৷ শীতকালে, আমাদের ত্বক আর্দ্রতা হারাতে থাকে, যা শুষ্ক এবং জ্বালাপোড়ার দিকে পরিচালিত করে। এর জন্য এমন প্রডাক্টের প্রয়োজন যা মৃদু এবং কোমল এবং ত্বকের হাইড্রেশনের চাহিদা যোগ করতে পারে। ভিটামিন ই, ক্যামোমাইল, হায়ালুরোনিক অ্যাসিড এবং সামুদ্রিক শৈবালের মতো প্রয়োজনীয় উপাদানগুলি হাইড্রেশন এবং পুষ্টি প্রদানের জন্য একসঙ্গে কাজ করে। এই উপাদানগুলি ত্বকের হাইড্রেশনের প্রয়োজনীয়তার যত্ন নেয় ৷’’
advertisement