দেশের পাঁচ রাজ্যে মদ্যপান সম্পূর্ণ নিষিদ্ধ, জেনে নিন কোন কোন রাজ্য সেই তালিকায় রয়েছে

Last Updated:
List of States That Have Imposed Complete Alcohol Ban: বর্তমানে, ভারতের পাঁচটি রাজ্যে সম্পূর্ণ নিষেধাজ্ঞা এবং অন্য কয়েকটি রাজ্যে আংশিক নিষেধাজ্ঞা রয়েছে। দেখে নেওয়া যাক কোন কোন রাজ্যে মদ সম্পূর্ণ নিষিদ্ধ।
1/9
মদ্যপানকে ভাল চোখে দেখে না কেউই। সে পরিবার হোক কিংবা সমাজ। তারপরেও মাতালের সংখ্যা কম নয় ভারতে। বাড়িতে নিত্য অশান্তি। মদের নেশায় ঘর-সংসার সব ডুবেছে। কিন্তু তাতেও হুঁশ নেই। নিশির ডাকের মতো বারবার ছুটে যায় মদের দোকানে।
মদ্যপানকে ভাল চোখে দেখে না কেউই। সে পরিবার হোক কিংবা সমাজ। তারপরেও মাতালের সংখ্যা কম নয় ভারতে। বাড়িতে নিত্য অশান্তি। মদের নেশায় ঘর-সংসার সব ডুবেছে। কিন্তু তাতেও হুঁশ নেই। নিশির ডাকের মতো বারবার ছুটে যায় মদের দোকানে।
advertisement
2/9
গান্ধিজি লিখেছিলেন, ‘‘মদ খেলে মানুষ নিজেকে ভুলে যায়। নেশা যতক্ষণ থাকে কার্যকর কিছু করার ক্ষমতা থাকে না। যারা মদ্যপান করে, তারা নিজেরা নিজেদের ধ্বংস তো করেই, পরিবার পরিজনকেও ডোবায়। কিন্তু ‘চোরা না শোনে ধর্মের কাহিনি।’’
গান্ধিজি লিখেছিলেন, ‘‘মদ খেলে মানুষ নিজেকে ভুলে যায়। নেশা যতক্ষণ থাকে কার্যকর কিছু করার ক্ষমতা থাকে না। যারা মদ্যপান করে, তারা নিজেরা নিজেদের ধ্বংস তো করেই, পরিবার পরিজনকেও ডোবায়। কিন্তু ‘চোরা না শোনে ধর্মের কাহিনি।’’
advertisement
3/9
যাইহোক, এই সব ঘটনা এবং মদে বিষক্রিয়ায় মৃত্যুর জেরে দেশের একাধিক রাজ্যে মদ্যপান এবং বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার। সমস্ত রাজ্যে অ্যালকোহল সেবন এবং বিক্রয় সংক্রান্ত কিছু নিয়ম রয়েছে। বর্তমানে, পাঁচটি রাজ্যে সম্পূর্ণ নিষেধাজ্ঞা এবং অন্য কয়েকটি রাজ্যে আংশিক নিষেধাজ্ঞা রয়েছে। দেখে নেওয়া যাক কোন কোন রাজ্যে মদ সম্পূর্ণ নিষিদ্ধ। Credits: Shutterstock
যাইহোক, এই সব ঘটনা এবং মদে বিষক্রিয়ায় মৃত্যুর জেরে দেশের একাধিক রাজ্যে মদ্যপান এবং বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার। সমস্ত রাজ্যে অ্যালকোহল সেবন এবং বিক্রয় সংক্রান্ত কিছু নিয়ম রয়েছে। বর্তমানে, পাঁচটি রাজ্যে সম্পূর্ণ নিষেধাজ্ঞা এবং অন্য কয়েকটি রাজ্যে আংশিক নিষেধাজ্ঞা রয়েছে। দেখে নেওয়া যাক কোন কোন রাজ্যে মদ সম্পূর্ণ নিষিদ্ধ। Credits: Shutterstock
advertisement
4/9
মিজোরাম: ২০১৯ সালের ২০ মার্চ মিজোরামের বিধানসভায় সর্বসম্মতিক্রমে পাশ হয় ‘মিজোরাম লিকার (প্রহিবেশন) বিল। চার বছরের পুরনো মিজোরাম লিকার (নিষেধাজ্ঞা ও নিয়ন্ত্রণ) বা এমএলপিসি-র বদলে এই বিল আনে সরকার।
মিজোরাম: ২০১৯ সালের ২০ মার্চ মিজোরামের বিধানসভায় সর্বসম্মতিক্রমে পাশ হয় ‘মিজোরাম লিকার (প্রহিবেশন) বিল। চার বছরের পুরনো মিজোরাম লিকার (নিষেধাজ্ঞা ও নিয়ন্ত্রণ) বা এমএলপিসি-র বদলে এই বিল আনে সরকার।
advertisement
5/9
গুজরাত: গুজরাত দেশের একমাত্র রাজ্য যেখানে বাড়িতে মদ তৈরি এবং বিক্রিতে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। এই আইনের নাম বম্বে প্রহিবিশন (গুজরাত অ্যামেন্ডমেন্ট) বিল, ২০০৯।
গুজরাত: গুজরাত দেশের একমাত্র রাজ্য যেখানে বাড়িতে মদ তৈরি এবং বিক্রিতে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। এই আইনের নাম বম্বে প্রহিবিশন (গুজরাত অ্যামেন্ডমেন্ট) বিল, ২০০৯।
advertisement
6/9
বিহার: ২০১৫ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী রাজ্য জুড়ে মদ বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেন। তারপর থেকে বিহার ‘ড্রাই স্টেট’।
বিহার: ২০১৫ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী রাজ্য জুড়ে মদ বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেন। তারপর থেকে বিহার ‘ড্রাই স্টেট’।
advertisement
7/9
নাগাল্যান্ড: ১৯৮৯ সালে নাগাল্যান্ডের বিধানসভায় পাশ হয় নাগাল্যান্ড লিকার টোটাল প্রহিবিশন অ্যাক্ট। এই আইনে মদ বিক্রি এবং মদ্যপান সম্পূর্ণরূপে নিষিদ্ধ। Representational Image
নাগাল্যান্ড: ১৯৮৯ সালে নাগাল্যান্ডের বিধানসভায় পাশ হয় নাগাল্যান্ড লিকার টোটাল প্রহিবিশন অ্যাক্ট। এই আইনে মদ বিক্রি এবং মদ্যপান সম্পূর্ণরূপে নিষিদ্ধ। Representational Image
advertisement
8/9
লাক্ষাদ্বীপ: লাক্ষাদ্বীপ ভারতের একমাত্র কেন্দ্রশাসিত অঞ্চল যেখানে অ্যালকোহল বিক্রি এবং সেবন নিষিদ্ধ করা হয়েছে। শুধুমাত্র বাঙ্গারাম দ্বীপ বাদে। এটা জনবসতিপূর্ণ দ্বীপ। এই দ্বীপে একটিমাত্র বার রয়েছে। বাকি লাক্ষাদ্বীপে অ্যালকোহল সম্পূর্ণ নিষিদ্ধ। Representational Image
লাক্ষাদ্বীপ: লাক্ষাদ্বীপ ভারতের একমাত্র কেন্দ্রশাসিত অঞ্চল যেখানে অ্যালকোহল বিক্রি এবং সেবন নিষিদ্ধ করা হয়েছে। শুধুমাত্র বাঙ্গারাম দ্বীপ বাদে। এটা জনবসতিপূর্ণ দ্বীপ। এই দ্বীপে একটিমাত্র বার রয়েছে। বাকি লাক্ষাদ্বীপে অ্যালকোহল সম্পূর্ণ নিষিদ্ধ। Representational Image
advertisement
9/9
এছাড়া কর্ণাটক, মহারাষ্ট্র (ওয়ার্ধা এবং গাদরিচোলি জেলাগুলিতে মদ উৎপাদন ও বিক্রি) এবং মণিপুরে (বিষ্ণুপুর, ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম এবং থৌবাল জেলা) আংশিক নিষেধাজ্ঞা রয়েছে। Representational Image
এছাড়া কর্ণাটক, মহারাষ্ট্র (ওয়ার্ধা এবং গাদরিচোলি জেলাগুলিতে মদ উৎপাদন ও বিক্রি) এবং মণিপুরে (বিষ্ণুপুর, ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম এবং থৌবাল জেলা) আংশিক নিষেধাজ্ঞা রয়েছে। Representational Image
advertisement
advertisement
advertisement