তারপরপরই মুম্বই ইন্ডিয়ান্স তাকে নিলামে কিনে নেয়। ১৮ বছর বয়সী এই তারকা বিশ্বকাপে ৫০৬ রান করেন। ২০০৪ সালে ধাওয়ানের একটি টুর্ণামেন্টে ৫০৫ রানের রেকর্ড ভাঙেন তিনি। শুধু ব্যাট হাতে নয়, লেগ স্পিনে তিনি সাতটি উইকেট নিয়েছেন বিশ্বকাপে। বেবি এবি তার দেশে প্রশিক্ষণ পেতেন মিস্টার ৩৬০ এবি ডি ভিলিয়ার্সের থেকে এবং মুম্বই ইন্ডিয়ান্স আসার পর তিনি এখন শিখতে চান মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের থেকে।
advertisement
ডেওয়াল্ড ব্রেভিস ভাল করেই জানেন কিংবদন্তির সাথে তুলনা করা যেমন আনন্দিত হওয়ার ব্যাপার তেমনই তাকে মাথায় রাখতে হবে নিজস্বতা যেন বজায় থাকে। সেজন্য তিনি তেন্ডুলকর বা ডি ভিলিয়ার্স এর মতই নম্র হয়ে থাকতে চান। ছোট থেকেই তিনি সচিনের খেলা দেখে বড় হয়েছেন এবং তাকে রোল মডেল হিসেবে দেখেছেন। বর্তমানে মুম্বই ইন্ডিয়ান্স আসার পর তার সুযোগ হয়েছে সচিনের কাছে থাকার এবং তার থেকে অনেক কিছু শিখে নিজের ব্যাটিংকে আরো উন্নত করার।
সচিন তেন্ডুলকরের ব্যাপারে তিনি বললেন, কীভাবে তিনি খেলতেন সেটি তাকে অনুপ্রেরণা দিয়েছে। তার দেখা সচিনের প্রিয় ইনিংস ছিল যেবার তিনি ডবল সেঞ্চুরি করলেন। সেবার ডেওয়াল্ড তার ভাইয়ের সাথে বসে নিজেরই দেশ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই অনবদ্য ইনিংসটা দেখেছিলেন। সচিনের আত্মজীবনী প্লেইং ইট মাই ওয়ে তিনি পড়েছেন এবং সেখান থেকে শেখা অনেক কিছুই তিনি তার জীবন এবং খেলায় প্রয়োগ করতে চান।