এদিন আজাজ প্যাটেলের শিকার বিরাট৷ কোনও রান না করেই এলবিডাব্লু হয়ে প্যাভিলিয়নে ফিরতে হল ভারত অধিনায়ককে (Virat Kohli out)৷ ম্যাচের ৩০তম ওভারের খেলা চলছিল৷ ফিল্ড আম্পায়ার অনিল চৌধুরী আঙুল তোলেন৷ সঙ্গে সঙ্গে বিরাট কোহলি আউটের সিদ্ধান্ত নিয়ে রিভিউ চাইলে থার্ড আম্পায়ারের বিচার অনুযায়ি তাঁর বলটি প্রথমে ব্যাটে লাগার যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি৷ এদিকে বিরাটকে ফিল্ড আম্পায়রের সঙ্গে কথা বলতেও দেখা যায়৷
advertisement
বিরাট কোহলির মাঠের বডি ল্যাঙ্গোয়েজে প্রমাণ হয় যে তিনি আম্পায়রের সিদ্ধান্তে মোটেই খুশি ছিলেন না৷ স্বাভাবিকভাবে বিরাটের আউটের সেই বিতর্কিত মুহূর্তের ভিডিও ভাইরাল (Viral Video)৷
বৃষ্টির কারণে ভারত বনাম নিউজিল্যান্ড (India vs New Zealand) দ্বিতীয় টেস্টের (2nd Test) প্রথম দিনের খেলা দেরিতে শুরু হলেও দুই ওপেনার শুভমান গিল এবং ময়ঙ্ক আগরওয়াল ভালোই খেলছিলেন৷ দলের ৮০ রানে প্রথম উইকেট হারায় ভারত৷ ব্রেক থ্রু দেন কোহলিকে আউট করা আজাজ প্যাটেল৷ আউট হন শুভমান গিল৷ ৪৪ রান করে আউট হন তিনি৷ তাঁর হাতে এদিন ০ রানে প্যাভিলিয়েন ফেরেন চেতেশ্বর পূজারাও৷
আরও পড়ুন - Good Health Tips: শুধু রান্নার স্বাদ বাড়াতেই নয়, এই মশলা ও ভেষজে Lifestyle হবে বিন্দাস
এদিকে একেবারে ভালো শুরু করা ভারতীয় ক্রিকেট দল আজাজ প্যাটেলের ধাক্কায় বেশ বেসামাল৷
সকাল থেকে দুবার মাঠ পর্যবেক্ষণের পর সাড়ে এগারোটার সময় হল ভারত বনাম নিউজিল্যান্ড (India vs New Zealand) দ্বিতীয় টেস্টের (2nd Test) টস৷ বিরাট কোহলির (Virat Kohli) নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল টসে জিতে ব্যাট করবে৷ একাধিক ক্রিকেটারের চোট থাকায় এদিন আশা করা হয়েছিল হনুমা বিহারী (Hanuma Bihari) দলে থাকতে পারেন কিন্তু প্রথম একাদশে জায়গা হল না তাঁর৷
দেখে নিন ভারত বনাম নিউজিল্যান্ড (Ind vs NZ) দ্বিতীয় টেস্ট (2nd Test) ম্যাচে দুই দলের প্রথম একাদশ (Playing 11)৷
দেখে নিন সাড়ে এগারোটার সময় হওয়া ভারত বনাম নিউজিল্যান্ড (India vs New Zealand) দ্বিতীয় টেস্টের (2nd Test) টসের (Toss) ভিডিও৷
আরও পড়ুন - Good Health Tips: শুধু রান্নার স্বাদ বাড়াতেই নয়, এই মশলা ও ভেষজে Lifestyle হবে বিন্দাস
এদিকে এর আগে সকাল সাড়ে নটায় টস নির্ধারিত থাকায় ভিজে আউট ফিল্ডের জন্য তা সময়ে করা যায়নি৷ একঘণ্টার বাদের মাঠ পর্যবেক্ষণেও ভারত বনাম নিউজিল্যান্ড (India vs New Zealand) দ্বিতীয় টেস্ট ম্যাচের টসের (Toss) সময় নির্ধারিত হল না৷ বোলার রানার আপ খানিকটা শুকোলেও মাঠের তলায় এখনও ভিজে ভাব রয়েছে৷ বেলা ১১.৩০ নাগাদ হবে পরের মাঠ পর্যবেক্ষণ৷ দেখা হবে যদি দুপুরের সেশনে ভারত বনাম নিউজিল্যান্ড (Ind vs NZ) দ্বিতীয় টেস্ট (2nd Test) খেলা যায়৷
এদিকে খেলা নির্ধারিত সময়ে শুরু না হতে পারায় আগেই লাঞ্চ নিয়ে নিল ভারত বনাম নিউজিল্যান্ড (India vs New Zealand)৷
ভারত বনাম নিউজিল্যান্ড (Ind vs NZ) দ্বিতীয় টেস্ট (2nd Test) শুরু হল না নির্ধারিত সময়ে৷ এদিকে দলে বাদ গেলেন অজিঙ্ক রাহানে ( Ajinkya Rahane), ইশান্ত শর্মা (Ishant Sharma) , রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)৷ ইশান্ত বাঁ হাতের কড়ে আঙুল ভেঙে ফেলেছেন৷ ভারত বনাম নিউজিল্যান্ড (India vs New Zealand) প্রথম টেস্টের শেষ দিনে এই কাণ্ড ঘটেছে৷ জাদেজা প্রথম টেস্টের সময়েই ফোর আর্মের চোটের জন্য স্ক্যানের জন্য গেছে৷ অন্যদিকে অজিঙ্ক রাহানে বাঁ হাতের হ্যামস্ট্রিংয়ে টানের জন্য এই টেস্টে নেই৷