Kolkata Municipal Election 2021: নোংরার আঁতুড়ঘর ১নম্বর ওয়ার্ডের ২২নম্বর বস্তি, বাম প্রার্থী ঘুরে দেখে যা বুঝলেন

Last Updated:

Kolkata Municipal Election 2021:কাশীপুর এলাকার ১ নম্বর ওয়ার্ডের ২২ নম্বর বস্তিতে পল্লব মুখোপাধ্যায় (Pallab Mukherjee)। তিনি এবার কলকাতা মিউনিসিপ্যাল নির্বাচনে (Kolkata Municipal Election 2021) সিপিআইএম (left) মনোনীত কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর প্রার্থী।

Kolkata Municipal Election 2021: Left candidate of ward number 1
Kolkata Municipal Election 2021: Left candidate of ward number 1
#কলকাতা: জনাকয়েক লোক বস্তির সংকীর্ণ গলির এমাথা থেকে, ওমাথা হাঁটছে।হাতে কাস্তে হাতুড়ি তারা পতাকা।অল্প বয়স, মুখে হাসি। শীর্ণ চেহারা,গাল ভর্তি দাড়ি নিয়ে পৌঁছাচ্ছে বস্তির দরজায় দরজায়। নিজের পরিচয় দিয়ে বলছেন,একবার ভোট দিয়ে দেখুন।আপনাদের পাশে থাকব।  সকাল সাড়ে আটটা নাগাদ কাশীপুর এলাকার ১ নম্বর ওয়ার্ডের ২২ নম্বর বস্তিতে পল্লব মুখোপাধ্যায় (Pallab Mukherjee)। তিনি এবার কলকাতা মিউনিসিপ্যাল নির্বাচনে (Kolkata Municipal Election 2021) সিপিআইএম (left) মনোনীত কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর প্রার্থী।এলাকা যাকে রেড ভলেন্টিয়ার (Red Voulenteer) হিসেবেই জানে।
স্বভাবসিদ্ধভাবে কলকাতা মিউনিসিপ্যাল নির্বাচনে (Kolkata Municipal Election 2021)  ভোট চাইতে গিয়ে অভিযোগ করলেন, গতবারের তৃণমূল কাউন্সিলরের (TMC) বিরুদ্ধে। পল্লব বললেন, ‘‘এই বস্তিতে কোনো কাজ হয়নি। মানুষ সারাদিনে এক কেজি মত ধুলো খেয়ে ফেলে।'’ পাশে কাশীপুর রেলওয়ে সাইডিং।যেখানে সারা দিন সিমেন্ট উঠানামা হয় ওয়াগন থেকে।এই অভিযোগ আজকের নয়। দীর্ঘ বছর বছর ধরে চলে আসছে।
advertisement
Kolkata Municipal Election 2021: Left candidate of ward number 1 Kolkata Municipal Election 2021: Left candidate of ward number 1
advertisement
সকালবেলা ২২ নম্বর বস্তির চানাচুর গলিতে গিয়ে দেখা গেল রাস্তার ওপর কয়েক দিনের ময়লা পড়ে রয়েছে। কাউকে যেতে গেলে ওখান থেকে, পাশ কাটিয়ে নাক টিপে যেতে হচ্ছে। বস্তির মধ্যে যতগুলি শৌচালয় রয়েছে, সেগুলো ভেঙে গেছে। সেপটিক ট্যাঙ্কগুলো ভেঙে গেছে। নোংরা রাস্তায় নেমে আসছে।
advertisement
ওই বস্তির বিন্দু শাহ এবং সন্তোষ ঠাকুর দুজনে মিলে দেখিয়ে দেখিয়ে বলছিলেন, ‘‘পনেরো দিনের বেশি হয়ে গেল, ময়লা ওই ভাবেই পড়ে থাকে ওখানে। ’’ মমতা দেবী সাউ বলছিলেন, ‘‘খুব জলের সমস্যা রয়েছে বস্তিতে। একটু বৃষ্টি হলে জলের কলগুলো জলের তলায় চলে যায়। প্রতিটা বাড়িতে আলোর ব্যবস্থা নেই। স্থানীয় যিনি কাউন্সিলর ছিলেন, তিনি গত পাঁচ বছরে হাতে গোনা দুই তিনবার এসেছেন এলাকাতে।’’
advertisement
মোটের উপর পল্লব মুখোপাধ্যায়ের  কলকাতা মিউনিসিপ্যাল নির্বাচনে (Kolkata Municipal Election 2021)  প্রচারের অভিযোগ যেন রাস্তার উপর ছবির মতই পড়েছিল। অনেকেই বললেন  দশ বছর আগে বাম (left) আমলে বাম কাউন্সিলর যা উন্নতি করে গেছেন, তারপর থেকে ওই এলাকায় আরও উন্নতি হয়নি। পল্লব বললেন,- ‘'জিতলে বস্তি উন্নয়ন কাকে বলে করে দেখাব।' তিনি আত্মবিশ্বাসের সুরে বললেন '‘ আমি জিততেই এসেছি।জিতবই।’’
advertisement
SHANKU SANTRA
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Municipal Election 2021: নোংরার আঁতুড়ঘর ১নম্বর ওয়ার্ডের ২২নম্বর বস্তি, বাম প্রার্থী ঘুরে দেখে যা বুঝলেন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement