Jhargram News: স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষের পথ অবরোধ করল ৪০ টি দাঁতাল হাতি, রইল ছবি

Last Updated:
elephant attack: স্কুলপড়ুয়া থেকে সাধারণ মানুষের পথ অবরোধ করল প্রায় চল্লিশটি দাঁতাল হাতির (Elephant) দল। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে ঝাড়গ্রাম জেলার (Jhargram News) ঝাড়গ্রাম ব্লকের বেলতলা মানিকপাড়া বাসরাস্তার মাঝে গোবিন্দপুর এলাকায় ।
1/4
স্কুলপড়ুয়া থেকে সাধারণ মানুষের পথ অবরোধ করল প্রায় চল্লিশটি দাঁতাল  হাতির (Elephant) দল। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে ঝাড়গ্রাম জেলার (Jhargram News) ঝাড়গ্রাম ব্লকের বেলতলা মানিকপাড়া বাসরাস্তার মাঝে গোবিন্দপুর এলাকায় । প্রায় চল্লিশটি দাঁতাল হাতি লাউড়িয়াদাম থেকে গোবিন্দপুর পর্যন্ত রাস্তার উপরে দাঁড়িয়ে থাকে। ওই হাতির দলে (Elephant) বেশ কয়েকটি হস্তীশাবক রয়েছে। বিষয়টি বনদফতরকে (Forest Department) জানানো সত্ত্বেও ঘটনাস্থলে বন দফতরের কোন কর্মীকে দেখতে পাওয়া যায়নি। যার ফলে মানিকপাড়া থেকে বেলতলা পর্যন্ত রাস্তায় সমস্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় ।
স্কুলপড়ুয়া থেকে সাধারণ মানুষের পথ অবরোধ করল প্রায় চল্লিশটি দাঁতাল হাতির (Elephant) দল। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে ঝাড়গ্রাম জেলার (Jhargram News) ঝাড়গ্রাম ব্লকের বেলতলা মানিকপাড়া বাসরাস্তার মাঝে গোবিন্দপুর এলাকায় । প্রায় চল্লিশটি দাঁতাল হাতি লাউড়িয়াদাম থেকে গোবিন্দপুর পর্যন্ত রাস্তার উপরে দাঁড়িয়ে থাকে। ওই হাতির দলে (Elephant) বেশ কয়েকটি হস্তীশাবক রয়েছে। বিষয়টি বনদফতরকে (Forest Department) জানানো সত্ত্বেও ঘটনাস্থলে বন দফতরের কোন কর্মীকে দেখতে পাওয়া যায়নি। যার ফলে মানিকপাড়া থেকে বেলতলা পর্যন্ত রাস্তায় সমস্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় ।
advertisement
2/4
তেমনি সাড়ে তিনটের পর বিদ্যালয় ছুটি হয়ে যাওয়ায় বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা রাস্তার মধ্যে আটকে পড়ে। যার ফলে সমস্যায় পড়েন ওই ছাত্রছাত্রীরা। বিশেষ করে সবথেকে বেশি সমস্যায় পড়েছেন দুধকুন্ডি বাপুজী চারুলতা বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা। বৃহস্পতিবার সাড়ে তিনটের সময় বিদ্যালয় ছুটি হয়েছে। কিন্তু সন্ধ্যা ছটা পর্যন্ত তারা হাতির পথ অবরোধের ফলে আটকে থাকে। কিভাবে তারা বাড়ি ফিরে যাবেন তা নিয়ে তারা চিন্তায় শুরু হয়ে যায়।
তেমনি সাড়ে তিনটের পর বিদ্যালয় ছুটি হয়ে যাওয়ায় বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা রাস্তার মধ্যে আটকে পড়ে। যার ফলে সমস্যায় পড়েন ওই ছাত্রছাত্রীরা। বিশেষ করে সবথেকে বেশি সমস্যায় পড়েছেন দুধকুন্ডি বাপুজী চারুলতা বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা। বৃহস্পতিবার সাড়ে তিনটের সময় বিদ্যালয় ছুটি হয়েছে। কিন্তু সন্ধ্যা ছটা পর্যন্ত তারা হাতির পথ অবরোধের ফলে আটকে থাকে। কিভাবে তারা বাড়ি ফিরে যাবেন তা নিয়ে তারা চিন্তায় শুরু হয়ে যায়।
advertisement
3/4
ওই এলাকার বাসিন্দা খগেন্দ্র নাথ মাহাতো বলেন, ‘‘প্রায় তিন ঘণ্টা অতিক্রান্ত হল বন দফতরকে (Forest Department) জানানো সত্ত্বেও বন দফতরের কোন কর্মী আসেনি।যদি কোনো বড় ধরনের ঘটনা ঘটে যায় তখন কি বন দফতরের ঘুম ভাঙবে।’’ যেভাবে ছাত্রীরা থেকে অন্যান্য বিদ্যালয়ের ছাত্ররা রাস্তার উপর হাতি  (Elephant) থাকায় তারা বাড়ি ফিরে যেতে পারছে না। সেখানে বন দফতরের কোন ভূমিকা দেখতে পাওয়া যায়নি । তার ফলে তিনি বনদফতরের এরপর একরাশ ক্ষোভ প্রকাশ করেন।
ওই এলাকার বাসিন্দা খগেন্দ্র নাথ মাহাতো বলেন, ‘‘প্রায় তিন ঘণ্টা অতিক্রান্ত হল বন দফতরকে (Forest Department) জানানো সত্ত্বেও বন দফতরের কোন কর্মী আসেনি।যদি কোনো বড় ধরনের ঘটনা ঘটে যায় তখন কি বন দফতরের ঘুম ভাঙবে।’’ যেভাবে ছাত্রীরা থেকে অন্যান্য বিদ্যালয়ের ছাত্ররা রাস্তার উপর হাতি (Elephant) থাকায় তারা বাড়ি ফিরে যেতে পারছে না। সেখানে বন দফতরের কোন ভূমিকা দেখতে পাওয়া যায়নি । তার ফলে তিনি বনদফতরের এরপর একরাশ ক্ষোভ প্রকাশ করেন।
advertisement
4/4
ছাত্রীরা বাড়ি ফিরে না যাওয়ায় উদ্বিগ্ন অবস্থায় রয়েছেন তাদের অভিভাবকরা। কিন্তু (Jhargram News) ঝাড়গ্রামে হাতির দল  (Elephant) রাস্তার উপরে রয়েছে। যার ফলে চিন্তার ভাঁজ পড়েছে ওই রাস্তা দিয়ে যাতায়াত কারি সাধারণ মানুষ থেকে স্কুল পড়ুয়াদের কপালে।শেষ অবধি ৩ ঘণ্টা পর বনদফতর গিয়ে হাতিকে গুলিকে জঙ্গলে ফেরাল ক্ষোভ গ্রামবাসীদের॥ Input-Raju Singh
ছাত্রীরা বাড়ি ফিরে না যাওয়ায় উদ্বিগ্ন অবস্থায় রয়েছেন তাদের অভিভাবকরা। কিন্তু (Jhargram News) ঝাড়গ্রামে হাতির দল (Elephant) রাস্তার উপরে রয়েছে। যার ফলে চিন্তার ভাঁজ পড়েছে ওই রাস্তা দিয়ে যাতায়াত কারি সাধারণ মানুষ থেকে স্কুল পড়ুয়াদের কপালে।শেষ অবধি ৩ ঘণ্টা পর বনদফতর গিয়ে হাতিকে গুলিকে জঙ্গলে ফেরাল ক্ষোভ গ্রামবাসীদের॥ Input-Raju Singh
advertisement
advertisement
advertisement