এরপর আরও উৎসাহ বাড়ে টেনিস ক্রিকেট খেলায়। বর্তমান সময়ে দেশের অধিকাংশ শহরে দারুন টেনিস ক্রিকেট খেলার চল রয়েছে। সেই দিক থেকে সারা দেশে ছোট বড় বহু টেনিস ক্রিকেট লিগ অনুষ্ঠিত হচ্ছে। এই লিগের মধ্য দিয়ে টেনিস ক্রিকেটারদের যেমন খেলার সুযোগ বাড়ছে সেইসঙ্গে বাড়ছে তাদের আয়।
advertisement
কয়েক বছর আগেও টেনিস ক্রিকেট খেলা ও খেলোয়াড়দের কদর থাকলেও টেনিস খেলায় খুব বেশি উপার্জনের সুযোগ ছিল না। বর্তমান সময়ে একজন প্রতিভাবান টেনিস খেলোয়াড় লক্ষ লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারে। এই আয়ের সুযোগ বেড়েছে জেলায় জেলায় অনুষ্ঠিত লিগ এর মাধ্যমে। এই লিগ ফ্রাঞ্চাইজিদের কাছে খেলোয়াড়ের পরিচিতি ঘটাতে সাহায্য করে। বর্তমান সময়ে আরও সুবিধা হল সোশ্যাল মিডিয়া বা লাইভ খেলা প্রদর্শন। যার মাধ্যমে খুব সহজেই একজন প্রতিভাবান খেলোয়ার অল্প দিনে ফ্রাঞ্চাইজির নজরে এসে ভালউপার্জন করতে পারে।
এ প্রসঙ্গে হাওড়ার বিখ্যাত প্রাক্তন টেনিস ক্রিকেটার পিন্টু জাসওয়াল জানান, টেনিস ক্রিকেটারের কদর রয়েছে সব সময়। তবে আগে খুব বেশি উপার্জনের সুযোগ ছিল না। কারণ একজন প্রতিভাবান খেলোয়াড়ের ফ্রাঞ্চাইজির নজরে পড়া কঠিন ছিল। বর্তমানে প্রতিভাবান খেলোয়াড়রা নিজেদের প্রমাণ করার অনেক বেশি প্ল্যাটফর্ম বা সুযোগ পাচ্ছে।
Rakesh Maity