Wriddhinman Saha not in IPL: আইপিএলে নেই সুপারম্যান, অবসর ঘোষণা ঋদ্ধিমানের, নতুন দায়িত্বে আসছেন পাপালি
- Published by:Debalina Datta
- Reported by: ERON ROY BURMAN
Last Updated:
Wriddhinman Saha not in IPL: আইপিএল না খেললেও চলতি ঘরোয়া মরশুমে বাংলার হয়ে খেলেই অবসর ঘোষণা করবেন ঋদ্ধিমান।
কলকাতা: ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ঋদ্ধিমান সাহা। সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর। তবে এখনই ব্যাট আর গ্লাভস তুলে রাখছেন না। বাংলার হয়ে চলতি বছর ঘরোয়া ক্রিকেট খেলার পরই অবসর নেবেন ঋদ্ধি। জাতীয় দলের প্রাক্তন উইকেটকিপার ব্যাটার এবছরই ত্রিপুরা ছেড়ে বাংলায় ফিরেছিলেন। আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন এবারের ঘরোয়া মরশুমে বাংলার হয়ে খেলেই অবসর ঘোষণা করবেন। ফলে আসন্ন আইপিএল ও খেলবেন না।
ভাইফোঁটার রাতে এই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজের অবসরের সিদ্ধান্ত জানান ঋদ্ধিমান। দেশের হয়ে চল্লিশ টি টেস্ট খেলা শিলিগুড়ির এই ক্রিকেটার আগামী দিনে অন্য ভূমিকায় দেখা যাবে বলে খবর। অবসরের পর হয়তো বাংলার উইকেটকিপিং কোচের ভূমিকায় নতুন ইনিংস শুরু করবেন ঋদ্ধি। বছর দুয়েক আগে একরাশ অভিমানে সিএবি এক কর্তার সঙ্গে গন্ডগোলের জেরে বাংলা ছেড়ে ত্রিপুরা চলে গেছিলেন ভারতীয় ক্রিকেটের সুপারম্যান।
advertisement
advertisement
তবে চলতি ক্রিকেট বছরে শুরুতে সৌরভের সঙ্গে দেখা করে বাংলায় ফিরে এসে অবসরের সিদ্ধান্ত নেন ঋদ্ধিমান। সৌরভ অনুরোধ করেছিলেন ক্রিকেট ব্যাট, গ্লাভস এখনই না তুলে রাখার জন্য। কালিঘাট ক্লাবের এই মরসুমের দল ঘোষণার অনুষ্ঠানেও ক্রিকেটকে বিদায় না জানানোর অনুরোধ ছিল। তুই সবার পরামর্শে শেষ বছর খেলেই ক্রিকেট ছাড়ছেন ঋদ্ধি। ক্রিকেটের যে কজন ধারাবাহিকভাবে আর্ন্তজাতিক মঞ্চে ভালো পারফরম্যান্স করেছেন সেই তালিকায় ঋদ্ধিমানের নাম ওপরের দিকে থাকবে। এই মুহুর্তে বাংলা দলের হয়ে কর্নাটকের বিরুদ্ধে রঞ্জি ট্রফি খেলার প্রস্তুতিতে ব্যস্ত থাকা ভারতীয় দলের প্রাক্তন উইকেটরক্ষক ভাই ফোঁটা রাতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অবসর প্রসঙ্গ।
advertisement
তিনি লিখেছেন,“একটা সুন্দর ক্রিকেটীয় যাত্রা এই মরসুমের পরে শেষ হতে চলেছে। এটাই আমার শেষ মরসুম। আমি শেষবারের মত বাংলার প্রতিনিধিত্ব করতে পেরে সম্মানিত। কেবলমাত্র রঞ্জি ট্রফি খেলেই আমি অবসর নেব। সকলকে ধন্যবাদ আমার এই ক্রিকেটীয় যাত্রায় পাশে থাকার জন্য,সাহায্য করার জন্য। চল সবাই মিলে এই মরসুমটা স্মরনীয় করে তুলি।” যথার্থই আবেগঘন পোস্ট বিদায় বেলার প্রস্তুতিতে। একই সঙ্গে চলতি রঞ্জি ট্রফিতে সতীর্থদের প্রতি জ্বলে ওঠার আহ্বান। কারন বৃষ্টিতে বিহার এবং কেরালা ম্যাচ ড্র হয়েছে। এই দুটো ম্যাচ থেকে বেশি পরিমাণ পয়েন্ট তুলে নেওয়ার সুযোগ থাকলেও বৃষ্টির জন্য হয়নি। এখন কর্নাটক এবং মধ্যপ্রদেশ ম্যাচ বাংলার কাছে পরের পর্বে যাওয়ার জিওনকাঠি। বুুুধবার শুরু হবে বাংলার ম্যাচ।
advertisement
মুকেশ কুমার,আকাশদীপ,অভিষেক পোড়েলরা জাতীয় দলের জন্য ব্যস্ত। তাদের অভাবপূরন করার দায়িত্ব এখন ঈশান পোড়েল,সুরজসিন্ধু জয়সওয়ালদের ওপর। ব্যাটসম্যানরা রানের মধ্যে রয়েছেন। বোলাররাও যে তলানিতে তা নয়। তবে এবার চুড়ান্ত ঝটকার প্রয়োজন কঠিন দুটো ম্যাচের চ্যালেঞ্জ সামলাতে। অস্তিত্ব টিকিয়ে রাখতে। এই প্রেক্ষাপটে ঋদ্ধিমান সাহার আবেগঘন পোস্টের মধ্যে দিয়ে অবসরের মেয়াদ ঘোষনা হয়তো অনুপ্রেরনা দেবে বাংলা দলকে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 04, 2024 4:50 PM IST