Bollywood Gossip: চার মাসেই হয়ে গেল ব্যাস! ভাইদের অমতে মুসলিম ছেলেকে প্রেমের বিয়ে, কিন্তু স্বামীর এই কাজ নিয়ে মুখ খুললেন সোনাক্ষী

Last Updated:
Bollywood Gossip: দেখতে দেখতে বিয়ের চারমাস কেটে গেল, সোনাক্ষী ও ইকবালের সংসারের এ কী খবর সামনে এল...
1/7
: যার সঙ্গে প্রেম হয় তাঁকে বিয়ে করার সিদ্ধান্ত সবসময়ে সহজ হয় না৷ দম্পতি অনেক সময়েই ধর্ম ও জাতির পার্থক্যের জন্য সমাজের সামনে বড় বিরোধিতার মুখে পড়েন৷ তাতে আপনি কোনও সাধারণ মানুষ হোক বা সেলিব্রিটি কিছু জিনিস সহ্য করতেই হয়৷ এরকই নিজের বিয়ে নিয়ে বাড়ির কিছু মানুষের সাপোর্ট পাননি সোনাক্ষী সিনহা৷ তাঁর ভাইরা কেউ তাঁর বিয়েতে হাজির ছিলেন না৷ তাঁদের বিয়েকে লাভ জিহাদের চেহারা দেওয়ার চেষ্টাও করা হয়েছিল৷
: যার সঙ্গে প্রেম হয় তাঁকে বিয়ে করার সিদ্ধান্ত সবসময়ে সহজ হয় না৷ দম্পতি অনেক সময়েই ধর্ম ও জাতির পার্থক্যের জন্য সমাজের সামনে বড় বিরোধিতার মুখে পড়েন৷ তাতে আপনি কোনও সাধারণ মানুষ হোক বা সেলিব্রিটি কিছু জিনিস সহ্য করতেই হয়৷ এরকই নিজের বিয়ে নিয়ে বাড়ির কিছু মানুষের সাপোর্ট পাননি সোনাক্ষী সিনহা৷ তাঁর ভাইরা কেউ তাঁর বিয়েতে হাজির ছিলেন না৷ তাঁদের বিয়েকে লাভ জিহাদের চেহারা দেওয়ার চেষ্টাও করা হয়েছিল৷
advertisement
2/7
অনেকেরই বক্তব্য ছিল মুসলিম ধর্মাবলম্বী ছেলেকে বিয়ে করা সোনাক্ষীর ভুল হচ্ছে৷ জাহির ইকবালের সঙ্গে তাঁর বিয়ে বেশিদিন টিকবে না এমন কথাও প্রচুর হয়েছে৷ কিন্তু ‘শত্রুর মুখে ছাই দিয়ে’ তাঁদের সম্পর্ক দিনে দিনে আরও দৃঢ় হচ্ছে৷ সোশ্য্যাল মিডিয়ায় তাঁদের ফটো সেই বার্তাই দেয়৷ এরই মধ্যে সোনাক্ষী সিনহার সঙ্গে জাহিরের একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে তাঁকে তাঁর স্ত্রী র সঙ্গে এই ব্যবহার করতে দেখা যাচ্ছে৷
অনেকেরই বক্তব্য ছিল মুসলিম ধর্মাবলম্বী ছেলেকে বিয়ে করা সোনাক্ষীর ভুল হচ্ছে৷ জাহির ইকবালের সঙ্গে তাঁর বিয়ে বেশিদিন টিকবে না এমন কথাও প্রচুর হয়েছে৷ কিন্তু ‘শত্রুর মুখে ছাই দিয়ে’ তাঁদের সম্পর্ক দিনে দিনে আরও দৃঢ় হচ্ছে৷ সোশ্য্যাল মিডিয়ায় তাঁদের ফটো সেই বার্তাই দেয়৷ এরই মধ্যে সোনাক্ষী সিনহার সঙ্গে জাহিরের একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে তাঁকে তাঁর স্ত্রী র সঙ্গে এই ব্যবহার করতে দেখা যাচ্ছে৷
advertisement
3/7
তিনি এমন একটা কাজ করছেন যাতে ধৈর্য্যের বাঁধ ভাঙছে সোনাক্ষীর৷ সোনাক্ষী ও তাঁর স্বামী জাহির ইকবাল একসঙ্গে বসে রয়েছেন৷ সোনাক্ষী আরাম করছিলেন৷ কিন্তু জাহির তাঁকে উত্যক্ত করছেন! স্বামীর এই ক্রিয়াকলাপে সোনাক্ষী জেরবার হয়ে যান৷
তিনি এমন একটা কাজ করছেন যাতে ধৈর্য্যের বাঁধ ভাঙছে সোনাক্ষীর৷ সোনাক্ষী ও তাঁর স্বামী জাহির ইকবাল একসঙ্গে বসে রয়েছেন৷ সোনাক্ষী আরাম করছিলেন৷ কিন্তু জাহির তাঁকে উত্যক্ত করছেন! স্বামীর এই ক্রিয়াকলাপে সোনাক্ষী জেরবার হয়ে যান৷
advertisement
4/7
সোনাক্ষী অবশ্য কারোর মন্দ ভাবনার জল্পনা বেশি এগোতে দেননি৷ তিনি বলে দেন, ‘যখন আপনি এরকম মানুষকে বিয়ে করেন যে আপনাকে জ্বালাতন করে নিজের ভালবাসা দেখায়৷ ’
সোনাক্ষী অবশ্য কারোর মন্দ ভাবনার জল্পনা বেশি এগোতে দেননি৷ তিনি বলে দেন, ‘যখন আপনি এরকম মানুষকে বিয়ে করেন যে আপনাকে জ্বালাতন করে নিজের ভালবাসা দেখায়৷ ’
advertisement
5/7
জাহিরের সঙ্গে মিষ্টি খটাখটিসোনাক্ষী সিনহার এই পোস্টে ফ্যানরা তাঁদের কেমিস্ট্রির প্রশংসা করেন৷ ভিডিওর শুরুতে নিজের চোখ বন্ধ করে আরাম করছেন সৌনাক্ষী এমনটা দেখা যাচ্ছে, এরপর ইকবাল সোনাক্ষীর মুখের উপর ঝুঁকে পড়েন৷ তারপর মুখের মাস্কটা টেনে ধরে চোখের উপর দিয়ে দেন৷
জাহিরের সঙ্গে মিষ্টি খটাখটিসোনাক্ষী সিনহার এই পোস্টে ফ্যানরা তাঁদের কেমিস্ট্রির প্রশংসা করেন৷ ভিডিওর শুরুতে নিজের চোখ বন্ধ করে আরাম করছেন সৌনাক্ষী এমনটা দেখা যাচ্ছে, এরপর ইকবাল সোনাক্ষীর মুখের উপর ঝুঁকে পড়েন৷ তারপর মুখের মাস্কটা টেনে ধরে চোখের উপর দিয়ে দেন৷
advertisement
6/7
আর প্লেনের মধ্যে স্বামীর এই কাজে হকচকিয়ে যান সোনাক্ষী৷ এরপর অবশ্য হাসিতে ফেটে পড়েন দাবাঙ অভিনেত্রী৷ নিজের মাস্ক সঠিক জায়গায় এনে জাহিরের কাঁধে মিষ্টি চড় দেন!
আর প্লেনের মধ্যে স্বামীর এই কাজে হকচকিয়ে যান সোনাক্ষী৷ এরপর অবশ্য হাসিতে ফেটে পড়েন দাবাঙ অভিনেত্রী৷ নিজের মাস্ক সঠিক জায়গায় এনে জাহিরের কাঁধে মিষ্টি চড় দেন!
advertisement
7/7
ভিডিও সামনে আসার পর নিন্দুকদের মুখে ফের একবার ঝামা ঘষে দিলেন সোনাক্ষী ও জাহির৷ ফ্যানরা অনেকেই বলেছেন মিষ্টি প্রেমের এই ভিডিও তাঁদের দিনটা ভাল করে দিল৷ একজন আবার লিখেছেন শেষে আবার একটা থাবড়া, আমার সঙ্গে খুব মিল পাচ্ছি৷ আবার কেউ লিখেছেন আপনাদের জুটি অটুট থাকুক৷
ভিডিও সামনে আসার পর নিন্দুকদের মুখে ফের একবার ঝামা ঘষে দিলেন সোনাক্ষী ও জাহির৷ ফ্যানরা অনেকেই বলেছেন মিষ্টি প্রেমের এই ভিডিও তাঁদের দিনটা ভাল করে দিল৷ একজন আবার লিখেছেন শেষে আবার একটা থাবড়া, আমার সঙ্গে খুব মিল পাচ্ছি৷ আবার কেউ লিখেছেন আপনাদের জুটি অটুট থাকুক৷
advertisement
advertisement
advertisement