বাংলাদেশ এখন রয়েছে Group B-তে, সেখানে রয়েছে West Indies, Italy এবং England। কলকাতায় বাংলাদেশের বেশির ভাগ ম্যাচ রয়েছে। বাংলাদেশের দাবি তারা আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ বদল করতে চায়। আয়ারল্যান্ড রয়েছে Group C-তে, সেখানে Sri Lanka, Australia এবং Oman রয়েছে, আয়ারল্যান্ডের ম্যাচগুলি Colombo-তে খেলার কথা।
advertisement
“BCB আবারও ICC-কে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছে যেন Bangladesh-এর ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হয়,” বোর্ড শনিবার এক বিবৃতিতে বলেছে। ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, “বোর্ড বাংলাদেশ সরকারের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে উদ্বেগ এবং মতামতও ICC-কে জানিয়েছে, যেখানে দলের সদস্য, Bangladeshi ফ্যান, মিডিয়া এবং অন্যান্য স্টেকহোল্ডারদের কথা বলা হয়েছে। অন্যান্য বিষয়ের মধ্যে, Bangladesh-কে অন্য গ্রুপে সরানোর সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে যাতে কম লজিস্টিক্যাল ঝামেলায় বিষয়টি সমাধান করা যায়।”
ভারত ও শ্রীলঙ্কা ২০২৬ সালের ফেব্রুয়ারি ৭ তারিখ থেকে পুরুষদের টি২০ World Cup যৌথভাবে আয়োজন করবে। তবে, নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং Bangladesh ও ভারতের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার কারণে BCB দৃঢ়ভাবে চেয়েছে যেন লিগ পর্বের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেয়া হয়।
এই সিদ্ধান্ত এসেছে BCCI-র অনুরোধের পর, যেখানে Indian Premier League-এর Kolkata Knight Riders-কে বলা হয়েছে যেন Bangladesh-এর পেসার Mustafizur Rahman-কে, যিনি তার দেশের একমাত্র খেলোয়াড়, ২০২৬ মৌসুমের জন্য ছেড়ে দেয়া হয়, সংখ্যালঘু Hindu কমিউনিটির ওপর নির্যাতনের খবরের মধ্যেই।
BCB-র পক্ষ থেকে ICC-র সাথে বৈঠকে ছিলেন President Md Aminul Islam, Vice Presidents Md Shakawath Hossain এবং Faruque Ahmed, Cricket Operations Committee Chairman Nazmul Abedeen এবং Chief Executive Nizam Uddin Chowdhury।
ICC-র ডেলিগেশনে ছিলেন Gaurav Saxena, General Manager of Events and Corporate Communications এবং Andrew Ephgrave, General Manager of the Integrity Unit।
