স্থানীয় সূত্রে খবর, সিদ্ধেশ্বর কুমার নামে ওই যুবক শনিবার তাঁর দুই বন্ধুর সঙ্গে অযোধ্যা পাহাড়ের বামনি ফলসে স্নান করতে নামেন। সেখানেই ঝর্নার জলে তলিয়ে যান তিনি। এরপর স্থানীয় মানুষজন, পুলিশ ও বনবিভাগের সাহায্যে তাকে উদ্ধার করা হয়।
আরও পড়ুনঃ গাছ কাটতে উঠেছিলেন মগডালে! হঠাৎই গলায় এসে লাগল…! মুহূর্তে সব শেষ, হাসপাতালে নিয়ে গিয়েও লাভ হল না
advertisement
যুবককে উদ্ধার করে প্রথমে বাঘমুন্ডি ব্লক পাথরডি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তারপর সেখান থেকে আবার উন্নত চিকিৎসার জন্য পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
অযোধ্যা পাহাড়ের বামনি ফলস
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার ওই যুবকের দেহ ময়নাতদন্তের করা হবে দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের হাতোয়াড়া মর্গে। ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে ছাতাটার গ্রামে। মাত্র ২২ বছরেই প্রাণ গেল তরতাজা যুবকের।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অযোধ্যা পাহাড়ের বামনি ফলসে প্রতিদিন হাজার হাজার মানুষের ভিড় জমে। জেলার গুরুত্বপূর্ণ এই পর্যটন কেন্দ্রেই বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে জলে তলিয়ে গেলেন সিদ্ধেশ্বর কুমার।