গাছ কাটতে উঠেছিলেন মগডালে! হঠাৎই গলায় এসে লাগল...! মুহূর্তে সব শেষ, হাসপাতালে নিয়ে গিয়েও লাভ হল না

Last Updated:

Alipurduar: গাছ কাটতে উঠেছিলেন মগডালে। শ্রমিকের হাতে ছিল মেশিন চালিত করাত। হঠাৎ করেই ঘটল দুর্ঘটনা। করাত লেগে যায় গলায়। তখন গাছের মগডাল থেকেই নীচে পড়ে যান তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে শ্রমিকের।

গাছ কাটতে গিয়ে শ্রমিকের  মৃত্যু
গাছ কাটতে গিয়ে শ্রমিকের মৃত্যু
আলিপুরদুয়ার, রাজকুমার কর্মকার: আলিপুরদুয়ার ১ ব্লকের শালকুমারহাটের প্রধানপাড়ায় সাতসকালে নেমে এল শোকের ছায়া। গাছ কাটতে গিয়ে মৃত্যু হয়েছে এক শ্রমিকের। গাছ কাটার সময় স্বয়ংক্রিয় করাত গলায় লেগে মৃত্যু হয়েছে তাঁর। ঘটনাস্থলেই মারা যান ওই ব্যক্তি। জানা যাচ্ছে, মৃত শ্রমিকের নাম নিরঞ্জন বর্মণ (৩৩)। তার বাড়ি আলিপুরদুয়ারের সুরিপাড়ায়।
তিনি এদিন গাছ কাটতে গিয়েছিলেন প্রধানপাড়ায়। সেখানে গাছের মগডালে ওঠেন। হাতে ছিল মেশিন চালিত করাত। হঠাৎ করেই দুর্ঘটনা ঘটে। করাত লেগে যায় গলায়। তখন গাছের মগডাল থেকেই নীচে পড়ে যান তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। তড়িঘড়ি স্থানীয়দের চেষ্টায় তাকে নিয়ে যাওয়া হয় পাঁচকোলগুড়ি গ্রামীণ হাসপাতালে। কিন্তু কোন লাগ হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষনা করেন।
advertisement
আরও পড়ুনঃ পুলিশের গোপন অভিযানে ফাঁস নিষিদ্ধ কারবার! উদ্ধার বাক্সবন্দি…! আটক ২ যুবক
এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমেছে। মৃতের বাড়িতে বাবা, মা, স্ত্রী, সন্তান রয়েছে। গোটা পরিবারে নিরঞ্জনই ছিলেন একমাত্র রোজগেরে সদস্য৷ তার মৃত্যুতে ভেঙে পড়েছে গোটা পরিবার। পরে সোনাপুর ফাঁড়ির পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠায়।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
গাছ কাটতে উঠেছিলেন মগডালে! হঠাৎই গলায় এসে লাগল...! মুহূর্তে সব শেষ, হাসপাতালে নিয়ে গিয়েও লাভ হল না
Next Article
advertisement
Purba Bardhaman News: 'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যের পর তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যে তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
  • এবার 'ছায়া' শত্রুর নাম সামনে আনলেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূলে কংগ্রেসের  সভাপতি  রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। বর্ধমানে দলের বিজয়া সম্মেলনে তিনি বলেছিলেন, 'এখন লড়াই বাম আমলের থেকেও কঠিন। এখন ছায়ার সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে।'

VIEW MORE
advertisement
advertisement