পুলিশের গোপন অভিযানে ফাঁস নিষিদ্ধ কারবার! উদ্ধার বাক্সবন্দি...! আটক ২ যুবক
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
Heroin Smuggling: পুলিশ প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে গোপনেই চলছিল হেরোইনের নিষিদ্ধ কারবার। কিন্তু বানচাল হল সে সবই। গোপন সূত্রে খবর পেয়ে ঘোলা থানার পুলিশের সারপ্রাইজ ভিজিটে হেরইন-সহ হাতেনাতে পাকড়াও ২ পাচারকারী।
ঘোলা, উত্তর ২৪ পরগনা, সুবীর দে: গোপন অভিযান চালিয়ে নিষিদ্ধ মাদক সহ-২ জনকে গ্ৰেফতার করল ঘোলা থানার পুলিশ। উদ্ধার হল বাক্সবন্দি হেরোইন। পুলিশ প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে গোপনেই চলছিল হেরোইনের নিষিদ্ধ কারবার। কিন্তু বানচাল হল সে সবই। পুলিশের সারপ্রাইজ ভিজিটে হাতেনাতে পাকড়াও ২ পাচারকারী।
বিশেষ অভিযান চালিয়ে উত্তর ২৪ পরগনার ঘোলা থানার অন্তর্গত বিবেকানন্দ পল্লী এলাকা থেকে হেরোইন-সহ দুই পাচারকারীকে হাতেনাতে ধরল পুলিশ। ধৃতরা হলেন, যুগবেড়িয়ার বাসিন্দা সঞ্জিত দত্ত ওরফে আদি ও পানশিলা রামকৃষ্ণপল্লী ২৫ প্লট এলাকার বাসিন্দা বিশ্বজিৎ চাকী ওরফে পাপ্পু।
আরও পড়ুনঃ কারও পৌষ মাস কারও সর্বনাশ! উত্তরবঙ্গের দুর্যোগই ভাগ্য ফেরাচ্ছে ওঁদের, রাতারাতি লাখপতি! জানেন অগোচরে কী ঘটছে আলিপুরদুয়ারে?
গোপন সূত্রে খবর পেয়ে ঘোলা থানার অভিযান চালায়। আর তাতেই পুলিশের জালে ধরা পড়ে দুই হেরোইন পাচারকারী। অভিযুক্তদের মধ্যে একজন পালানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। পুলিশের হাতে ধরা পড়ে যায় অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, শনিবার অভিযুক্তদের ব্যারাকপুর আদালতে তোলা হবে। বিচারকের কাছে অভিযুক্তদের ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদনও জানানো হবে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
October 10, 2025 10:58 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পুলিশের গোপন অভিযানে ফাঁস নিষিদ্ধ কারবার! উদ্ধার বাক্সবন্দি...! আটক ২ যুবক