কারও পৌষ মাস কারও সর্বনাশ! উত্তরবঙ্গের দুর্যোগই ভাগ্য ফেরাচ্ছে ওঁদের, রাতারাতি লাখপতি! জানেন অগোচরে কী ঘটছে আলিপুরদুয়ারে?

Last Updated:

Floating Pine Tree Logs: উত্তরবঙ্গে ধ্বংসলীলা চালিয়ে এখন ক্লান্ত শীলতোর্সা। বিশ্রাম নিচ্ছে। আর ক্লান্ত নদীর বুকে কাঠ সংগ্রহকেই নতুন জীবিকা হিসাবে বেছে নিয়েছেন আলিপুরদুয়ার ১ ব্লকের শীলতোর্সা নদীর দুই পাড়ের বাসিন্দারা। এতেই মালামাল হচ্ছেন অনেকে।

শীলতোর্সা নদীতে ভেসে আসছে পাইন গাছের লগ
শীলতোর্সা নদীতে ভেসে আসছে পাইন গাছের লগ
আলিপুরদুয়ার, রাজকুমার কর্মকার: সম্প্রতি উত্তরবঙ্গে দুর্যোগের সময়ে শীলতোর্সা নদীতে গন্ডার ভেসে যাওয়ার ছবি ক্যামেরাবন্দি হয়েছিল। সোশ্যাল মিডিয়া হু-হু করে ভাইরাল হয়েছে সেই দৃশ্য। এই নদীতে মানুষ ভেসে যাওয়ার ছবিও মোবাইল ক্যামেরায় বন্দি করেছিলেন অনেকে। কিন্তু ফুলে ফেঁপে থাকা শীলতোর্সা নদীতে নামতে সাহস করেনি কেউ। কাঠের লক, শুকনো ডালপালা, গাছের আস্তরণ ভেসে যেতে পাড়ে দাঁড়িয়ে প্রত্যক্ষ করেছে সবাই কিন্তু কেউ নামেনি তা সংগ্রহ করতে।
এখন এই শীলতোর্সা নদী শান্ত। যেন সব ধ্বংস করে দিয়ে সে এখন ক্লান্ত। বিশ্রাম নিচ্ছে। আর ক্লান্ত নদীর বুকে কাঠ সংগ্রহকেই নতুন জীবিকা হিসেবে বেছে নিয়েছেন আলিপুরদুয়ার ১ ব্লকের শীলতোর্সা নদীর দুই পাড়ের বাসিন্দারা। কানাঘুষো খবর, এতেই মালামাল হচ্ছেন অনেকে। ট্রাক ভর্তি কাঠ জোগার করে তা বিক্রি করা চলছে। এ এক নতুন পেশা হয়ে উঠেছে এখন শীলতোর্সা পাড়ের বাসিন্দাদের।
advertisement
আরও পড়ুনঃ কী কাণ্ড! শহরে চিকিৎসা করাতে এসে ‘দুষ্টু’ টোটো চালকের পাল্লায় প্রৌঢ়, জ্ঞান হারিয়ে রাস্তাতেই…! দেবদূত হয়ে এলেন কনস্টেবল
জানা গিয়েছে, ভুটানের ফুন্টশোলিং ন্যাশনাল রিসোর্স ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের ডিপো থেকে লক্ষ লক্ষ পাইন গাছের কেটে রাখা লগ তোর্সার জলে ভেসে এসেছে। সেগুলোই এখন আলিপুরদুয়ার ও কোচবিহারের বাসিন্দারা তোর্সা নদী থেকে সংগ্রহ করেছেন। অনেকেই দ্রুত লাখপতি হচ্ছেন তা বিক্রি করে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
কারও পৌষ মাস কারও সর্বনাশ! উত্তরবঙ্গের দুর্যোগই ভাগ্য ফেরাচ্ছে ওঁদের, রাতারাতি লাখপতি! জানেন অগোচরে কী ঘটছে আলিপুরদুয়ারে?
Next Article
advertisement
Success Story: বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন
বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থানে, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেলেন
  • বাবা-মা সরকারি অফিসার

  • মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন

  • এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন

VIEW MORE
advertisement
advertisement