কী কাণ্ড! শহরে চিকিৎসা করাতে এসে 'দুষ্টু' টোটো চালকের পাল্লায় প্রৌঢ়, জ্ঞান হারিয়ে রাস্তাতেই...! দেবদূত হয়ে এলেন কনস্টেবল

Last Updated:
Passenger Falls From Toto: টোটো থেকে ঝাঁপ দিয়ে রাস্তায় পড়ে অজ্ঞান ব্যক্তি। ফেলে পালালেন টোটো চালক। দেবদূতের মতো এগিয়ে এলেন সিউড়ি থানার কনস্টেবল মোসারফ হোসেন। পুলিশের মানবতার ছোঁয়ায় সুস্থ ব্যক্তি।
1/5
 গ্রাম থেকে চিকিৎসার জন্য সিউড়ি শহরে এসে ভয়াবহ দুর্ঘটনার শিকার হলেন এক ব্যক্তি। টোটো থেকে পড়ে গুরুতর আহত হওয়ার পর তাঁকে রাস্তায় ফেলে পালাল টোটো চালক। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ি শহরে। (ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)
গ্রাম থেকে চিকিৎসার জন্য সিউড়ি শহরে এসে ভয়াবহ দুর্ঘটনার শিকার হলেন এক ব্যক্তি। টোটো থেকে পড়ে গুরুতর আহত হওয়ার পর তাঁকে রাস্তায় ফেলে পালাল টোটো চালক। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ি শহরে। (ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)
advertisement
2/5
আহত ব্যক্তির নাম সুখেন বাদ্যকর (৫৫)। বীরভূমের দুবরাজপুর বিধানসভার পাঁচরা গ্রামের বাসিন্দা। চিকিৎসার উদ্দেশ্যে সিউড়ি আসেন তিনি। সিউড়ি বাসস্ট্যান্ডে নেমে একটি টোটো ধরেন এবং চালককে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যেতে বলেন। অভিযোগ, চালক তাঁকে হাসপাতালের পরিবর্তে অন্যদিকে নিয়ে যাচ্ছিলন। আতঙ্কিত হয়ে সুখেনবাবু টোটো থেকে নামতে গেলে পড়ে গিয়ে হাত ও পায়ে গুরুতর আঘাত পান। তাঁর হাতের কনুইয়ের হাড় ভেঙে যায়।
আহত ব্যক্তির নাম সুখেন বাদ্যকর (৫৫)। বীরভূমের দুবরাজপুর বিধানসভার পাঁচরা গ্রামের বাসিন্দা। চিকিৎসার উদ্দেশ্যে সিউড়ি আসেন তিনি। সিউড়ি বাসস্ট্যান্ডে নেমে একটি টোটো ধরেন এবং চালককে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যেতে বলেন। অভিযোগ, চালক তাঁকে হাসপাতালের পরিবর্তে অন্যদিকে নিয়ে যাচ্ছিলেন। আতঙ্কিত হয়ে সুখেনবাবু টোটো থেকে নামতে গেলে পড়ে গিয়ে হাত ও পায়ে গুরুতর আঘাত পান। তাঁর হাতের কনুইয়ের হাড় ভেঙে যায়।
advertisement
3/5
দুর্ঘটনার পর জ্ঞান হারান সুখেনবাবু। তাঁকে ওই অবস্থায় ফেলে টোটো চালক দ্রুত পালিয়ে যায়। রাস্তায় কেউ সাহায্য করতে এগিয়ে না আসায় দীর্ঘক্ষণ আহত অবস্থায় পড়ে ছিলেন তিনি।
দুর্ঘটনার পর জ্ঞান হারান সুখেনবাবু। তাঁকে ওই অবস্থায় ফেলে টোটো চালক দ্রুত পালিয়ে যায়। রাস্তায় কেউ সাহায্য করতে এগিয়ে না আসায় দীর্ঘক্ষণ আহত অবস্থায় পড়ে ছিলেন তিনি।
advertisement
4/5
এই সময়েই ঘটনাস্থল দিয়ে যাচ্ছিলেন সিউড়ি থানার কনস্টেবল মোসারফ হোসেন। তিনি বলেন, 'আমি ডিউটি সেরে বাড়ি যাচ্ছিলাম। দেখি এক ভদ্রলোক রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে আছেন। মাথায় জল দিতেই জ্ঞান ফেরে। দেখি হাত ফুলে গিয়েছে। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাই। ডাক্তার দেখিয়ে এক্স-রে করান। বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করে হাসপাতালে ভর্তি করাই'।
এই সময়েই ঘটনাস্থল দিয়ে যাচ্ছিলেন সিউড়ি থানার কনস্টেবল মোসারফ হোসেন। তিনি বলেন, 'আমি ডিউটি সেরে বাড়ি যাচ্ছিলাম। দেখি এক ভদ্রলোক রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে আছেন। মাথায় জল দিতেই জ্ঞান ফেরে। দেখি হাত ফুলে গিয়েছে। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাই। ডাক্তার দেখিয়ে এক্স-রে করান। বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করে হাসপাতালে ভর্তি করাই'।
advertisement
5/5
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সুখেন বাদ্যকরের চিকিৎসা চলছে এবং তিনি এখন স্থিতিশীল। স্থানীয়দের মতে, কনস্টেবল মোসারফ হোসেনের তৎপরতা ও মানবিক উদ্যোগ না থাকলে বড় দুর্ঘটনা ঘটতে পারত। এক  সাধারণ কনস্টেবল ডিউটি শেষে বাড়ি ফেরার পথে এমন মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন যা সিউড়ির মানুষের হৃদয় ছুঁয়ে গিয়েছে। (ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সুখেন বাদ্যকরের চিকিৎসা চলছে এবং তিনি এখন স্থিতিশীল। স্থানীয়দের মতে, কনস্টেবল মোসারফ হোসেনের তৎপরতা ও মানবিক উদ্যোগ না থাকলে বড় দুর্ঘটনা ঘটতে পারত। এক  সাধারণ কনস্টেবল ডিউটি শেষে বাড়ি ফেরার পথে এমন মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন যা সিউড়ির মানুষের হৃদয় ছুঁয়ে গিয়েছে। (ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)
advertisement
advertisement
advertisement